নয়াদিল্লি: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে পড়শি দেশ মায়ানমার৷ বেশ ভালো মতো কম্পন অনুভূত হয়ছে থাইল্যান্ডেও৷ পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর আতঙ্ক রয়েছে মায়ানমার৷ এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। (India Ready For Assistance PM Modi)
এক্স হ্যান্ডেলে বার্তা India Ready For Assistance PM Modi
প্রধানমন্ত্রী মোদী এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেবে লেখেন, ‘‘মায়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের পর পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছি। ভারত সর্বাত্মক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে এবং মায়ানমার ও থাইল্যান্ডের সরকারগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছি।”
শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা দালান-কোঠা কেঁপে ওঠার কারণ হয়ে দাঁড়ায়। ইউএস জিয়োলজিক্যাল সার্ভে এবং জার্মানির GFZ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, এই ভূমিকম্প ছিল অগভীর, যার উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে, এবং এর কেন্দ্র ছিল মায়ানমারে।
নজর রাখছে ভারত India Ready For Assistance PM Modi
ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে, এবং দ্বিতীয় কম্পনটি ঘটে ১২টা বেজে ২ মিনিটে। প্রথম কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে।
কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক-এও হোটেল, শপিং মলগুলো কেঁপে উঠতে শুরু করে। ভূমিকম্পের ফলে মায়ানমারে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও, এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
Bharat: Myanmar and Thailand hit by back-to-back earthquakes (7.7 magnitude). Tremors felt in India, including Delhi. PM Modi offers full assistance and urges authorities to stay alert. USGS and GFZ confirm shallow seismic activity with epicenter in Myanmar.