ভেনিজুয়েলা-আমেরিকা দ্বন্দ নিয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক

india-reacts-venezuela-crisis-mea-statement

নয়াদিল্লি: নয়াদিল্লি থেকে ভেনেজুয়েলার ঘটনায় (Venezuela crisis)ভারতের বিদেশ মন্ত্রক অবশেষে মুখ খুলেছে। আমেরিকার স্পেশাল ফোর্সেসের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, “ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়।

আমরা পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছি। ভারত ভেনেজুয়েলার জনগণের কল্যাণ ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সব পক্ষকে শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি। কারাকাসে ভারতীয় দূতাবাস স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব সাহায্য প্রদান করবে।”

   

মৌসমের দলবদলের নেপথ্যে কার হাত? তৃণমূলের মন্তব্য ঘিরে তোলপাড়

গত ৩ জানুয়ারি রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ‘অপারেশন অ্যাবসোলিউট রিসলভ’-এ কারাকাসে ব্যাপক হামলা চালানো হয়। সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং বন্দরে আঘাত হানা হয়। এর মধ্যেই স্পেশাল ফোর্সেস মাদুরো দম্পতিকে তাঁদের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে জানান যে, মাদুরোকে ইউএসএস আইও জিমা যুদ্ধজাহাজে তোলা হয়েছে এবং পরে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

সেখানে তাঁদের বিরুদ্ধে নার্কো-টেররিজম, ড্রাগ পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা চলবে। ট্রাম্প বলেছেন, যতক্ষণ না স্থিতিশীল সরকার গড়ে ওঠে, আমেরিকা ভেনেজুয়েলা ‘চালাবে’ এবং তেলশিল্প পুনরুদ্ধার করবে।ভারতের এই বিবৃতি সতর্কতার সঙ্গে নিরপেক্ষ। একদিকে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, অন্যদিকে সংলাপ ও শান্তির আহ্বান জানানো হয়েছে যা ভারতের দীর্ঘদিনের নীতি, অহিংসা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিদেশ মন্ত্রক আমেরিকার এই একতরফা অভিযানকে সরাসরি নিন্দা করেনি, যা রাশিয়া, চীন, ব্রাজিল, মেক্সিকোর মতো দেশগুলো করেছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সার্বভৌমত্বের আঘাত বলে অভিহিত করেছে। ভারত শুধু জনগণের কল্যাণের প্রতি সমর্থন জানিয়ে এবং সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে।

এর আগে শনিবার রাতেই বিদেশ মন্ত্রক একটি ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং সেখানে থাকলে সতর্কতা অবলম্বন করতে বলেছে। কারাকাসের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় প্রায় ৫০ জন এনআরআই এবং ৩০ জন ভারতীয় বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন। এই অ্যাডভাইজারি থেকে স্পষ্ট যে, ভারত পরিস্থিতির অস্থিরতাকে গুরুত্ব দিচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন