তৃতীয়ায় সময়সূচিতে বদল আনল রেল, বাতিল একগুচ্ছ ট্রেন

আজ তৃতীয়া। পুজোর মুখে ভারতীয় রেল (India Railway) বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের ঘোষণা করল। জানানো হয়েছে, ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের বেলা ১২টা ২০ মিনিটে…

Indian Railway announced about reschedule of trains

আজ তৃতীয়া। পুজোর মুখে ভারতীয় রেল (India Railway) বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তনের ঘোষণা করল। জানানো হয়েছে, ০৭২২২ সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের বেলা ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি আজ সন্ধ্যে ৬টা ৫০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। লিঙ্ক ট্রেন পৌঁছাতে দেরি করার জন্য এই বিলম্ব বলে জানানো হয়েছে।

এদিকে আজ ৬ অক্টোবর তিতলাগড় কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়ার বদলে হাওড়া থেকে সকাল ১১টা ১৫ মিনিটে ছেড়ে গিয়েছে। যদিও প্রথমে এটি সকাল ১০টায় ছাড়বে বলে ঘোষণা করা হয়েছিল। 

   

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ১৮৬০১/১৮৬০২ টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস। এটি ৬, ৭ ও ৮ অক্টোবর চলবে না। ০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার আগামী ৭ ও ৮ অক্টোবর বাতিল করা হয়েছে। 

আবার ৬, ৭ ও ৮ অক্টোবরে ০৮১৫১/০৮১৫২ টাটানগর-বরকাজনা-টাটানগর প্যাসেঞ্জার এবং ০৮১৪৫ টাটানগর-রৌরকেল্লা মেমু প্যাসেঞ্জার বাতিল থাকছে। আবার ০৮১৪৬ রৌরকেল্লা-টাটানগর মেমু প্যাসেঞ্জার ৭, ৮ ও ৯ অক্টোবর বাতিলের ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, প্রতিবারের ন্যয় এবারেও একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল (India Railway)। ইতিমধ্যেই সেই ঘোষণা করা হয়েছে। এবারে হাওড়া মেইন ও কর্ড লাইনে একাধিক ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে।