বিক্রম মিশ্রির দাবি ভারত শেখ হাসিনার মন্তব্য সমর্থন করে না, অবস্থান পাল্টাল মোদী সরকার?

গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি গত ৫ আগস্ট থেকে ভারতে আশ্রিত। বা়ংলাদেশের অভিযোগ, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বারবার রাজনৈতিক উস্কানি দিয়ে চলেছেন।…

India not endorse Hasina-s statements

গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি গত ৫ আগস্ট থেকে ভারতে আশ্রিত। বা়ংলাদেশের অভিযোগ, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বারবার রাজনৈতিক উস্কানি দিয়ে চলেছেন। মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন এই সরকারের অবস্থানকে সমর্থন করল ভারত। The Hindu বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেছেন ভারত সরকার শেখ হাসিনার মন্তব্য সমর্থন করে না। দুই দেশের কূটনৈতিক গরম সম্পর্কের মাঝে সম্প্রতি ঢাকা সফর করেন বিক্রম মিশ্রি। এরপর তিনি এমন মন্তব্য করলেন। (India not endorse Hasina-s statements)

বিক্রম মিশ্রির বক্তব্য India not endorse Hasina-s statements

The Hindu-তে প্রকাশিত সংবাদের শিরোনাম “India does not endorse Hasina’s statements: Vikram Misri”-এতে লেখা হয়েছে বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে ভারত সমর্থন করে না। 

   

বিদেশ সচিব বিক্রম মিশ্রি আরও বলেন, শেখ হাসিনা তার বক্তব্য প্রচারের জন্য ‘ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম’ ব্যবহার করছেন এবং ভারত সরকার তাকে কোনও প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদান করেনি। ভারত কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। এটি ভারতের ঐতিহ্যবাহী নীতির অংশ।

মিশ্রি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকলেও, এই সম্পর্ক কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভরশীল নয়। তিনি আরও বলেন, ভারত সবসময়  বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে।

ইতিবাচক পদক্ষেপ India not endorse Hasina-s statements

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার অভিযোগগুলোর যথাযথ সত্যতার অভাব নিয়ে ভারত উদ্বিগ্ন। তবে তিনি জানান, সাম্প্রতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ৮৮ জনকে গ্রেপ্তার করেছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ইসকন থেকে বহিষ্কৃত) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে। তার মুক্তি চেয়ে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে ভারতে। আগরতলায় হিন্দুত্ববাদীদের সেই হামলার জেরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সংঘাত তীব্র। তবে হামলার পরেই দু:খ প্রকাশ করে ভারত। এরকমই গরম কূটনৈতিক সংঘাত আবহের মাঝে সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা সফর করেন ভারতের বিদেশ সচিব।

কূটনৈতিক সংঘাত আবহে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব জসীমউদ্দিন। ভারতের বিদেশ সচিব বৈঠক করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহ: তৌহিদ হোসেন এবং সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

Bangladesh: Sheikh Hasina ousted in Bangladesh protests, now in India. India supports interim government led by Muhammad Yunus. Vikram Misri’s Dhaka visit highlights diplomatic tensions. India does not endorse Hasina’s statements.