ভারত-নেপাল সীমান্ত সিল, সাত জেলায় টহল বাড়াল পুলিশ-এসএসবি

India Nepal border sealed লখনউ: নেপালের বিস্তৃত বিক্ষোভ ও হিংসার জেরে অশান্ত হয়ে উঠেছে ভারত-নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের সাতটি জেলা। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে…

India Nepal border sealed

India Nepal border sealed

লখনউ: নেপালের বিস্তৃত বিক্ষোভ ও হিংসার জেরে অশান্ত হয়ে উঠেছে ভারত-নেপাল সীমান্তবর্তী উত্তরপ্রদেশের সাতটি জেলা। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে এখন টহলদারি, কড়া নজরদারি ও সীমান্তপথ কার্যত বন্ধ। বাহরাইচ থেকে লক্ষ্মীপুর খেরি পর্যন্ত সশস্ত্র সীমা বল (এসএসবি) ও রাজ্য পুলিশ চেকপোস্ট সিল করে দিয়েছে, রাতভর পাহারা বসানো হয়েছে, আটকে দেওয়া হয়েছে সাধারণ নাগরিক চলাচল।

সীমান্ত সিল, যাতায়াতে ভাটা

মঙ্গলবার রাত থেকেই বাহরাইচের রূপাইধা ও লক্ষ্মীপুর খেরির গৌরিফান্তায় প্রবেশপথ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। শুধুমাত্র বৈধ নথি থাকা নেপালি নাগরিকদের ফিরতে দেওয়া হচ্ছে, তবে ভারতীয়দের নেপালে যাওয়া আপাতত বন্ধ। মহারাজগঞ্জের সোনৌলির ব্যস্ততম সীমান্তপথও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ৬৬ নম্বর ব্যাটেলিয়নের এসএসবি অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

   

উত্তাল প্রতিবেশী দেশের আঁচ সীমান্তে India Nepal border sealed

নেপালে সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক দফতর ভাঙচুর, ধানগাধিতে শতাধিক বন্দি পালানোর ঘটনার পরই ভারতের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহরাইচে সীমান্তের মাত্র ৫০ মিটার দূরে জমুনাহ চেকপোস্টে হামলা চালায় নেপালি বিক্ষোভকারীরা। সিদ্ধার্থনগরে দাঙ্গাকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে ভারতের তরফে রাস্তায় অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। সীমান্তবর্তী গ্রামগুলিতে রাতভর গুলি ও সাইরেনের শব্দ শোনা গেছে।

বাণিজ্য-পরিবহনে বিপর্যয়

অশান্তির জেরে সীমান্তপথে বাণিজ্য কার্যত থমকে গেছে। বাহরাইচেই অন্তত ২০০ ট্রাক, যাতে ছিল পেট্রোলিয়াম, এলপিজি সিলিন্ডার, সিমেন্ট ও খাদ্যশস্য, সীমান্তে আটকে আছে। সীমিত পরিমাণে অত্যাবশ্যকীয় জিনিসপত্র সেনার কড়া পাহারায় নেপালে ঢোকানো হচ্ছে। যাত্রীপরিবহণও ভেঙে পড়েছে। উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন জানিয়েছে, সোনৌলি সীমান্তমুখী বাস পরিষেবা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আকাশপথেও বিপর্যয়

পরিস্থিতির আঁচ লেগেছে আকাশপথেও। মঙ্গলবার অন্তত চারটি কাঠমান্ডু-মুখী বিমান লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে নামতে বাধ্য হয়। আবুধাবি থেকে আসা একটি বিমানে ১৪৪ জন যাত্রী ছিলেন, সেটিও বারাণসীতে অবতরণ করে। ফলে লখনউ এয়ারপোর্টে সন্ধ্যা নামার আগেই সারি সারি বিমানের ভিড় জমে।

সীমান্তের মানুষের দৈনন্দিন জীবনে টানাপোড়েন

সীমান্ত বন্ধের জেরে নিত্যদিনের জীবনও বিপর্যস্ত। মহারাজগঞ্জে এক বর, শাহনওয়াজ, নৌতনওয়ায় বিয়েতে আসতে পেরেছেন একাধিক পরিচয়পত্র ও লিখিত অনুমতি দেখিয়ে— যা ব্যতিক্রমী ঘটনা। সাধারণ মানুষের সীমান্ত পারাপার কার্যত স্তব্ধ। বাহরাইচের রূপাইধার সীতা দেবী বললেন, “আমাদের জীবন নেপালের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো। একদিন সীমান্ত না পেরোলেই মনে হয় আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।”

Advertisements
শান্তির আবেদন, কড়া নজরদারি

ভারতের ধর্মীয় নেতারা নেপালের জনগণকে শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আবেদন জানিয়েছেন। শঙ্করাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী নেপালকে ভারতের “অবিচ্ছেদ্য সাংস্কৃতিক পরিবার” বলে উল্লেখ করে সংলাপের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে উত্তরপ্রদেশ স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, সীমান্ত সুরক্ষাই এখন প্রধান লক্ষ্য। সাতটি সীমান্ত জেলা জুড়ে টানা নজরদারি চলছে, বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে, ড্রোন নজরদারির বিষয়টি বিবেচনায় রয়েছে।

ভারত-নেপাল সীমান্ত, যা এতদিন সাংস্কৃতিক বিনিময় ও অবাধ বাণিজ্যের প্রতীক ছিল, আপাতত রূপ নিয়েছে শক্ত প্রাচীরে। সীমান্তের ওপারে রাজনৈতিক ঝড় থামার আগ পর্যন্ত শান্তি যে অধরা থেকে যাবে, সেটাই আঁচ করছে সীমান্তবর্তী উত্তরপ্রদেশ।

Bharat: India seals its border with Nepal across seven UP districts as protests escalate. SSB forces have increased patrolling and halted civilian movement and trade. The move follows arson and attacks in Nepal, disrupting essential supplies and transport.