যখের ধন আন্দামানে! তেলের খনির সন্ধানে উৎসব দেশের অর্থনীতিতে

সত্যিই যখের ধন খুঁজে পেল ভারত! আন্দামান সাগরের (Andaman)  বুকে খনিজ তেলের এক বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে, এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

India Nears Guyana-Like Oil Jackpot: 2 Lakh Crore Liters Found in Andaman Waters

সত্যিই যখের ধন খুঁজে পেল ভারত! আন্দামান সাগরের (Andaman)  বুকে খনিজ তেলের এক বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে, এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। সোমবার তিনি জানান, আন্দামান অঞ্চলে প্রায় ২ লক্ষ কোটি লিটার খনিজ তেল থাকার সম্ভাবনা রয়েছে। যদি এই অনুমান সত্যি হয়, তবে এটি ভারতের জন্য এক যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠতে চলেছে।(Andaman)  

Advertisements

মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এই তৈলভাণ্ডার আমাদের জিডিপিকে পাঁচ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ভারতের অর্থনীতি এক নতুন রূপ পাবে এবং আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে।(Andaman)  

   

ভারতের জ্বালানি ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্(Andaman)  

ভারতের দীর্ঘদিনের লক্ষ্য ছিল জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতা (Energy Independence) অর্জন করা। সেই লক্ষ্যে এই আবিষ্কার একটি বড় পদক্ষেপ। দীর্ঘ সময় ধরে(Andaman)  ভারত বিদেশ থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে আসছে, যার কারণে দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেত এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ পড়ত।(Andaman)  

পুরনো নীতির বদলে নতুন দিশ(Andaman)  

হরদীপ সিং পুরী জানান, ২০০২ থেকে ২০১৬(Andaman)  সালের মধ্যে জ্বালানি খাতে খুব বেশি অগ্রগতি হয়নি। অনুসন্ধানে তেমন কোনো বড় বিনিয়োগও ছিল না। তবে মোদি সরকারের অধীনে এই পরিস্থিতির বদল ঘটে। নীতিতে পরিবর্তন এনে, এখন জোর দেওয়া হচ্ছে তেল ও গ্যাস অনুসন্ধানে সরাসরি বিনিয়োগে(Andaman)  

২০২৪ অর্থবর্ষে ওএনজিসি (ONGC) মোট ৫৪১টি কূপ খনন করেছে, যা গত ৩৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এর ফলে অসম, গুজরাট, রাজস্থান, কৃষ্ণা-গোদাবরী, মুম্বই উপকূল ও বিশাখাপত্তনমে নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলেছে।(Andaman)  

আন্দামান: ভারতের শক্তি বিপ্লবের কেন্দ্রবিন্দু(Andaman)  

এই তালিকায় এবার যুক্ত হল আন্দামান। আন্দামান সাগরে খনিজ তেলের এই বিপুল সম্ভাবনা ভারতের জন্য শুধু অর্থনৈতিকই নয়, কৌশলগত দিক থেকেও একটি (Andaman)  সাফল্য। এই তৈলভাণ্ডার থেকে প্রাপ্ত সম্পদ দেশের জ্বালানি চাহিদার বড় একটা অংশ পূরণ করতে পারবে। তেল আমদানি কমে আসায় ভারত বৈদেশিক মুদ্রা সঞ্চয়ে সক্ষম হবে এবং বিশ্ববাজারে তার শক্তিশালী উপস্থিতি গড়ে তুলবে।(Andaman)  

ভারতের ‘গুয়ানা মোমেন্ট(Andaman)  

মন্ত্রী বলেন, “যেভাবে ছোট্ট দেশ গুয়ানা তেলের খনির সন্ধানে রাতারাতি অর্থনৈতিকভাবে বদলে গিয়েছে, ভারতের ক্ষেত্রেও তেমন সুদিন আসতে চলেছে।” গুয়ানার মতো, ভারতেরও সামনে রয়েছে এক সুবর্ণ সুযোগ, যা তাকে জ্বালানি ক্ষেত্রে বিশ্বনেতা করে তুলতে পারে।