মুম্বই: মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতে ফিরতে নারাজ রানা। তাঁর দাবি, ভারতে ফিরতে তাঁর উপর অকথ্য অত্যাচার করা হবে। কারণ, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম।
৬৩ বছর বয়সী তাহাউর রানা এখন লস অ্যাঞ্জেলেসের কারাগারে বন্দি রয়েছেন। তিনি লস্কর-ই-তৈবা (LeT) সংগঠনের সদস্য। ২০০৮ সালের ২৬/১১ হামলায় তাঁর প্রত্যক্ষ যোগ ছিল৷ তার সম্পর্ক ছিল ডেভিড হেডলির সঙ্গে। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়৷
রানা বলেছেন, তার শরীরে একাধিক রোগ রয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত৷ এছাড়াও পার্কিনসন এবং ক্যান্সারেও আক্রান্ত তিনি। তার আইনজীবীরা জানিয়েছেন, তিনি হয়তো বেঁচে থাকবেন না, যদি ভারতে পাঠানো হয়।
রানার আরও দাবি, তাকে ভারতে পাঠালে তাঁর জীবন ঝুঁকি বাড়বে। সেখানে তাকে “ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈরিতা” এর শিকার হতে হবে।
আবেদনে ২০২৩ সালের ‘হিউম্যান রাইটস ওয়াচ’ রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে। তাতে ভারত সরকারের বিরুদ্ধে মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। তবে ভারত সরকার এই রিপোর্টকে ভিত্তিহীন বলেছে।
রানা দাবি করেছেন, ভারত “অবাধ কর্তৃত্বশাসিত” দেশ। সেখানে তার ন্যায়সঙ্গত বিচার পাওয়া কঠিন।
এছাড়া, গত জানুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট তার পুনর্বিবেচনা আবেদন খারিজ করেছিল। তবে, মার্চে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, রানার প্রত্যর্পণ অনুমোদিত হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত আইনি ডকুমেন্ট যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এনআইএ একবার ছাড়পত্র পেলে রানাকে ফিরিয়ে আনা হবে।