HomeBharatCOVID 19: চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ, আছড়ে পড়বে কবে?

COVID 19: চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ, আছড়ে পড়বে কবে?

- Advertisement -

করোনার তৃতীয় ঢেউ এখন অতীত। গত ২৪ ঘণ্টায় ১০ হাজারেরও কম মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটাই শেষ নয়। এরপর চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ। আছড়ে পড়া সময়ের অপেক্ষা মাত্র!

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-কানপুরের গবেষকরা জানিয়েছেন COVID-19 মহামারীর চতুর্থ ঢেউ ২২ জুনের কাছাকাছি সময়ে শুরু হতে পারে। আগস্টের মাঝামাঝি থেকে শেষের দিকে তা পৌঁছবে শীর্ষে। এর জন্য একটি পরিসংখ্যানগত মডেল ব্যবহার করেছেন গবেষকরা। এও জানিয়েছেন সম্ভাব্য চতুর্থ ঢেউ চার মাস স্থায়ী হতে পারে। IIT কানপুরের গণিত ও পরিসংখ্যান বিভাগের সাবরা পার্শাদ রাজেশভাই, শুভ্রা শঙ্কর ধর এবং শালভের এই গবেষণাটি করেছেন। সেখানে বলা হয়েছে চতুর্থ তরঙ্গের তীব্রতা সম্পূর্ণভাবে নির্ভর করবে ভাইরাসটি নিজেকে কীভাবে পরিবর্তিত করছে তার উপর। আর অবশ্যই সারা দেশে টিকা দেওয়ার অবস্থার উপরেও নির্ভর করবে।

   

বিশেষজ্ঞদের অনুমান, করোনার চতুর্থ ঢেউ এ বছর ২২ জুন থেকে শুরু করে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে। আর ২৩ আগস্ট তা শীর্ষে পৌঁছবে। তবে করোনা টিকার প্রথম, দ্বিতীয় বা বুস্টার ডোজ সংক্রমণের সম্ভাবনা ও সংক্রমণের মাত্রা কমাতে পারে। চতুর্থ ঢেউয়ের অন্যান্য সমস্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ভ্যাকসিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে ওমিক্রনেই হয়তো থামবে না কোভিড। পরবর্তী স্ট্রেন আরও সংক্রামক হতে পারে। এই গবেষণাও সেদিকে ইঙ্গিত করছে। গবেষণাটি ভারত সহ বিভিন্ন দেশে COVID-19 ক্ষেত্রে ওমিক্রন বৃদ্ধির প্রবণতা খতিয়ে দেখছে। গবেষকরা দেশে চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস দেওয়ার জন্য ভারতের করোনা পরিসংখ্যানকে কাজে লাগিয়েছে। গবেষকরা বলেছেন যে অনেক দেশ ইতিমধ্যেই COVID-19-এর তৃতীয় ঢেউ দেখছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের মতো কয়েকটি দেশ মহামারীটির চতুর্থ এবং উচ্চতর তরঙ্গের মুখোমুখি হতে শুরু করেছে। ভারতে তার ব্যতিক্রম নাও হতে পারে বলে অনুমান করছেন তাঁরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular