INDIA Maharally: ভোটের মুখে আজ ‘ইন্ডিয়া’ জোটের পেশী শক্তির পরীক্ষা, শহরে জনজোয়ার

২৪-এর লোকসভা ভোটের মুখে আজ রবিবার নতুন করে পেশী শক্তি দেখতে চলেছেন বিরোধীরা (INDIA Maharally)। লোকসভা ভোটের আগে আজ রামলীলা ময়দানে মহাসমাবেশ করতে চলেছে বিরোধী…

INDIA Maharally: ভোটের মুখে আজ 'ইন্ডিয়া' জোটের পেশী শক্তির পরীক্ষা, শহরে জনজোয়ার

২৪-এর লোকসভা ভোটের মুখে আজ রবিবার নতুন করে পেশী শক্তি দেখতে চলেছেন বিরোধীরা (INDIA Maharally)। লোকসভা ভোটের আগে আজ রামলীলা ময়দানে মহাসমাবেশ করতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মহাসমাবেশে ইন্ডিয়া অ্যালায়েন্সের স্লোগান ‘একনায়কতন্ত্র হটাও, গণতন্ত্র বাঁচাও’।

Advertisements

এদিকে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ‘মহা সমাবেশ’ নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সমালোচনা করেছেন। শেহজাদ পুনাওয়ালা বলেন, “কী এই মিছিল? এটা ‘দুর্নীতি বাঁচাও আন্দোলন’ ছাড়া আর কিছুই নয়।” আজ রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশ সম্পর্কে আপ মন্ত্রী অতিশী বলেন, “ইতিমধ্যে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে সারা দেশ থেকে মানুষ এসেছেন। দিল্লির মানুষ জানেন যে অরবিন্দ কেজরিওয়াল তাদের জীবন পরিবর্তন করেছেন। তারা গ্রেফতার হলেও দিল্লি নিয়ে উদ্বিগ্ন এবং তাদের জন্য বার্তা পাঠাচ্ছে।”

   

বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, “এটা গণতন্ত্র বাঁচাও না, এটা আসলে ‘পরিবার বাঁচাও, দুর্নীতি লুকাও’ সমাবেশ। বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি বলেন, আজ রামলীলা ময়দানে সমস্ত রাম বিরোধী জড়ো হচ্ছে।

সুধাংশু ত্রিবেদী বলেন, ‘আজ বলা যায়, যে সব দল রাম মন্দিরের বিরোধিতা করেছিল, যারা হিন্দু ধর্মের ব্যাপক ধ্বংসের মতো সংকল্প নিয়েছিল, নিজেদের পুরনো অপরাধ ঢাকতে বহু হিন্দু ধর্মের দেব-দেবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল, তারা তাদের পুরনো দুর্নীতির অপরাধ ঢাকতে রামলীলা ময়দানে জড়ো হচ্ছে।’

Advertisements