ভারতের ধাক্কায় বিশ্বজুড়ে বেসামাল বাংলাদেশ

বিশ্বমঞ্চে ভারতের আধিপত্য আজ থেকে নয় (India)। স্বাধীনতার আগে এবং পরে বহু ভারতীয় বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন কর্মসংস্থানের জন্য। তবে বিদেশে গিয়ে বসবাস এবং কর্মসংস্থানে…

India jobs in foreign

বিশ্বমঞ্চে ভারতের আধিপত্য আজ থেকে নয় (India)। স্বাধীনতার আগে এবং পরে বহু ভারতীয় বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন কর্মসংস্থানের জন্য। তবে বিদেশে গিয়ে বসবাস এবং কর্মসংস্থানে বাংলাদেশের মানুষরাও কিন্তু পিছিয়ে নেই। প্রতিবছর বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত প্রচুর বাংলাদেশি বিদেশের মাটিতে পা রাখেন।

শুধু কর্মসংস্থান নয় কানাডা, ইংল্যান্ড, জার্মানি সহ বিভিন্ন দেশের দেখা যায় বাংলাদেশি ছাত্র ছাত্রীও। কিন্তু গত কয়েক বছরে নাকি ভারতীয়দের ধাক্কায় বিশ্বজুড়ে খানিকটা ব্যাকফুটে বাংলাদেশিরা। এমন ই দাবি করেছেন নিরুপম দাশ। নিরুপম পেশায় একজন ডাক্তার এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন ডাক্তার।

   

নিরুপম তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন বাংলাদেশিদের জন্য বিদেশে চাকরি পাওয়া এই মুহূর্তে ভীষণ দুরূহ। সমস্ত চাকরি নাকি এখন শুধুই ভারতীয়দের জন্য। নিরুপমের এই পোস্ট ঘিরে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ত্রিপুরায় কাজ করার পূর্ব অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে বলেছেন “ভারতীয়দের থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি।”

তিনি বলেছেন কিভাবে একজন MBBS পাস করা ভারতীয় মেডিক্যাল অফিসার কঠিন রোগের চিকিৎসা নিজে হাতেই করতেন। শুধু তাই নয় তিনি আরও বলেছেন ইংরেজি বলা থেকে শুরু করে, তথ্য প্রযুক্তি, মার্কেটিং, ব্যাঙ্কিং সমস্ত ক্ষেত্রেই এগিয়ে আছে ভারতীয়রা। আবার কেউ বলেছেন বিদেশে চাকরি পেতে গেলে দরকার বিষয়ভিত্তিক যোগ্যতা এবং বাংলাদেশের ছাত্র ছাত্রীরা বিষয় ভিত্তিক যোগ্যতায় ভারতীদের থেকে অনেকতাই পিছিয়ে।

তবে বেশির ভাগ মতামতেই প্রাধান্য পেয়েছে ভারতীয়দের মেধার কথা তাদের প্রফেশনালিজম এর কথা। ২০২৩ সালের ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১.৩ কোটি (১৩ মিলিয়ন) ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন। এর মধ্যে প্রায় ৮৮ লক্ষ (৮.৮ মিলিয়ন) ভারতীয় শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতারে কাজ করছেন।

Advertisements

তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এবং প্রকৌশলের মতো খাতে আমেরিকা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে প্রায় ৪০-৫০ লাখ ভারতীয় পেশাদার কাজ করছেন। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসার অধীনে প্রায় ৩ লক্ষ ভারতীয় প্রতি বছর কাজ কাজ করতে যান। বর্তমানে ২০২৫ সালে,আনুমানিক ১ কোটি থেকে ১.৫ কোটি ভারতীয় বিদেশে চাকরি করছেন।

কিস্তির টাকা আটকে গেছে? PM KISAN ২০তম কিস্তি না পেলে নিন এই পদক্ষেপ

যার মধ্যে মধ্যপ্রাচ্যে অধিকাংশই অস্থায়ী শ্রমিক এবং উন্নত দেশগুলোতে দক্ষ পেশাদার হিসেবে। এই পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে ভারতীয় পেশাদাররা শুধু ভারতে নয় ভারতের বাইরেও তাদের আধিপত্য কায়েম করতে সক্ষম হয়েছে গত কয়েক দশকে যা বাংলাদেশি পেশাদারদের মাথা ব্যথার কারণ। বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের দক্ষতা, পেশাদারিত্ব তাদের সবসময় এগিয়ে রেখে বিদেশে চাকরি পাওয়ার নিরিখে।