নয়াদিল্লি: দেশের শিশু মৃত্যুহার (Infant Mortality Rate বা IMR) নেমে এল ইতিহাসের সর্বনিম্ন স্তরে। রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম (SRS) ২০২৩ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রতি হাজার জীবিত নবজাতকের মধ্যে ২৫টি শিশু এক বছরের মধ্যে বাঁচছে না। ২০১৩ সালে এই সংখ্যাই ছিল ৪০। অর্থাৎ এক দশকে শিশু মৃত্যুহারে ৩৭.৫ শতাংশের পতন ঘটেছে।
মণিপুরে নজির, কেরল বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে দেশে শিশু মৃত্যুহার ছিল প্রতি হাজারে ১২৯। সেখান থেকে ২০২৩ সালে নেমে এসেছে মাত্র ২৫-এ—প্রায় ৮০ শতাংশ হ্রাস। এর মধ্যে মণিপুরে শিশু মৃত্যুহার সর্বনিম্ন, প্রতি হাজারে মাত্র ৩। বড় রাজ্যগুলির মধ্যে কেরল একমাত্র জায়গা যেখানে শিশু মৃত্যুহার এক অঙ্কে—মাত্র ৫। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে এখনও সর্বোচ্চ হার, প্রতি হাজারে ৩৭।
শহর বনাম গ্রাম India Infant Mortality Rate
গ্রামীণ ও শহরাঞ্চলের পরিসংখ্যানে মিলেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। ২০১৩ থেকে ২০২৩-এর মধ্যে গ্রামে শিশু মৃত্যুহার ৪৪ থেকে নেমে এসেছে ২৮-এ (প্রায় ৩৬ শতাংশ হ্রাস)। শহরে ২৭ থেকে নেমে ১৮ (প্রায় ৩৩ শতাংশ হ্রাস)।
জন্মহারেও বড় পতন
রিপোর্টে জন্মহার ও মৃত্যুহারের দিকেও নজর দেওয়া হয়েছে। জন্মহার ১৯৭১ সালে যেখানে ছিল প্রতি হাজারে ৩৬.৯, ২০২৩-এ নেমে এসেছে ১৮.৪-এ। গত দশকে জন্মহার কমেছে প্রায় ১৪ শতাংশ—২০১৩ সালের ২১.৪ থেকে ২০২৩ সালে ১৮.৪।
গ্রামে ২২.৯ থেকে নেমে ২০.৩ (প্রায় ১১ শতাংশ হ্রাস)
শহরে ১৭.৩ থেকে নেমে ১৪.৯ (প্রায় ১৪ শতাংশ হ্রাস)
রাজ্যভেদে দেখা যায়, বিহারে জন্মহার সর্বোচ্চ (২৫.৮), আর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সর্বনিম্ন (১০.১)।
মৃত্যুহারেও স্থায়ী হ্রাস
মৃত্যুহারেও গত পাঁচ দশকে বড়সড় পতন হয়েছে। ১৯৭১ সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ১৪.৯, ২০২৩ সালে নেমে এসেছে ৬.৪-এ।
গ্রামে ২০২২ সালের ৭.২ থেকে কমে ২০২৩ সালে হয়েছে ৬.৮
শহরে ২০২২ সালের ৬.০ থেকে কমে হয়েছে ৫.৭
রাজ্যগুলির মধ্যে চণ্ডীগড়ে মৃত্যুহার সর্বনিম্ন (৪), আর ছত্তিশগড়ে সর্বোচ্চ (৮.৩)।
সাফল্যের ছবি
পরিসংখ্যান স্পষ্ট করছে, স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা পরিষেবার উন্নতি দেশে শিশু মৃত্যুহার থেকে শুরু করে জন্মহার ও মৃত্যুহারের ধারাবাহিক পতনে বড় ভূমিকা রেখেছে। মণিপুর ও কেরলের সাফল্য নজির গড়লেও, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে এখনও স্বাস্থ্য পরিষেবা জোরদার করার প্রয়োজনীয়তা স্পষ্ট।
Bharat: India’s Infant Mortality Rate has dropped to a historic low of 25 per 1,000 live births, representing a significant 37.5% decline in just a decade and highlighting the country’s major progress in public health and child welfare.