চালক ছাড়াই উড়বে বোমারু বিমান, হান্টার কিলার ঘুম ওড়াবে পাক-চিনের

আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নতি করতে সামরিক সমঝোতা জোরদার করতে চাইছে ভারত (US-India relation)। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তিতে আরও গতি এনে আরও কয়েকটি সামরিক চুক্তি করতে…

India importing Hunter Aircraft from USA

আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নতি করতে সামরিক সমঝোতা জোরদার করতে চাইছে ভারত (US-India relation)। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তিতে আরও গতি এনে আরও কয়েকটি সামরিক চুক্তি করতে চাইছে নয়াদিল্লি। সেদেশ থেকে ৩১টি এমকিউ-৯ বি কেনার কথা রয়েছে ভারতের। যা ‘হান্টার কিলার’ নামে পরিচিত। এই লড়াকু বিমান চালাতে প্রয়োজন হয় না কোনও পাইলটের। উচ্চ শক্তিধর এই ড্রোন বিমানগুলি কেনার বিষয়ে আলোচনায় আরও গতি আনছে কেন্দ্র। বিদেশমন্ত্রক সূত্রের খবর, চলতি বছরে নভেম্বর-ডিসেম্বর মাসেই চুক্তি চূড়ান্ত করে ফেলতে চাইছে নয়াদিল্লি (US-India relation)।

ভারতের হাতে গোপনে ২৮ টি দ্বীপ তুলে দিয়েছে মালদ্বীপ, রহস্যটা কী?

   

সম্প্রতি চিন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে, তাতে আমেরিকার সঙ্গে ভারতের এই সামরিক চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। লাদাখে ও অরুনাচলে চিনা ফৌজের আগ্রাসন মোকাবিলায় মার্কিন অস্ত্র ভারতের কাছে অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

রাশিয়ার ভেতরে ঢুকে ব্যাপক হামলা ইউক্রেনের, ঘর ছাড়া রুশেরা

হান্টার কিলার বিমানটি কী?

এই পাইলটহীন যুদ্ধ বিমানটি ৪০ হাজার ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে সক্ষম। এক টানা ৪০ ঘণ্টারও বেশি আকাশে উড়তে পারে। এতে রয়েছে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম।

চোরের উৎপাতে জেরবার রামমন্দির! উধাও ৪০০০ বাঁশের বাতি-প্রজেক্টর

বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই ৩১টি ‘হান্টার কিলার’-র জন্য ৩.৯ বিলিয়ন ডলার দর হেঁকেছে মার্কিন সংস্থা। যা ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি।