Sunday, December 7, 2025
HomeBharatVideo: ভারতের মুকুটে নয়া পালক, সফল হল সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

Video: ভারতের মুকুটে নয়া পালক, সফল হল সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

- Advertisement -

ফের একবার শিরোনামে উঠে এল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। শত্রুদের বুকে কম্পন ধরিয়ে ভারত ওড়িশার বালাসোর উপকূলে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ টর্পেডো (SMART) অ্যান্টি-সাবমেরিন মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

ভারতীয় নৌবাহিনীর জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বলে জানিয়েছে প্রতিরক্ষা আধিকারিকরা। 

   

ওড়িশা উপকূলের ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সকাল সাড়ে আটটা নাগাদ সুপারসনিক মিসাইল-অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো (স্মার্ট) সিস্টেমের সফল পরীক্ষা করা হয়। স্মার্ট একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র-ভিত্তিক লাইটওয়েট টর্পেডো ডেলিভারি সিস্টেম, যা DRDO দ্বারা ডিজাইন করা হয়েছে। হালকা ওজনের টর্পেডোটি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানো যায় তার জন্য তৈরি করা হয়েছে। সিস্টেমটি প্যারাসুট-ভিত্তিক রিলিজ সিস্টেমের সাথে পে-লোড হিসাবে উন্নত হালকা ওজনের টর্পেডো বহন করে। গ্রাউন্ড মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্মার্টের সফল উড়ান-পরীক্ষার জন্য ডিআরডিও এবং শিল্প অংশীদারদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এই ব্যবস্থার উন্নয়ন আমাদের নৌবাহিনীর শক্তি আরও বাড়িয়ে তুলবে।’ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত সমগ্র স্মার্ট টিমের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং এটিকে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular