নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতের পাল্টা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি। এই প্রেক্ষিতে এবার বিশ্বের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করতে আন্তর্জাতিক কূটনৈতিক সফরে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দল। নেতৃত্বে কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কূটনীতিক শশী থারুর।
শনিবার এই ঘোষণা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি জানান, “যখন দেশের স্বার্থ সবচেয়ে আগে, তখন ভারত একজোট হয়ে দাঁড়ায়। সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল শীঘ্রই বিশ্বের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলিতে সফরে যাবে।” এই দলের লক্ষ্য একটাই— সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘শূন্য সহনশীলতা’র বার্তা আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে দেওয়া।
“জাতীয় স্বার্থে রাজনীতি নয়” — শশী থারুর
অভিযানে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ইতিমধ্যেই প্রশংসা করেছিলেন শশী থারুর। এবার তাঁর কাঁধেই পড়ল কূটনৈতিক মিশনের ভার। এক্স-এ প্রতিক্রিয়া দিয়ে থারুর লেখেন, “জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে আমার প্রয়োজন হলে পিছিয়ে থাকব না। ভারত সরকারের আমন্ত্রণে আমি সম্মানিত।”
কে কোন দলে থাকছেন? India global mission against terrorism
থারুরের সঙ্গে সফরে থাকবেন কানিমোঝি করুণানিধি (ডিএমকে), সুপ্রিয়া সুলে (এনসিপি-এসপি)৷ অন্য প্রতিনিধি দলগুলিতে থাকবেন রবি শঙ্কর প্রসাদ, বৈজয়ন্ত পাণ্ডা (বিজেপি), সঞ্জয় কুমার ঝা (জেডিইউ), শ্রীকান্ত শিন্ডে (শিব সেনা, এনডিএ)৷ সূত্রের খবর, সফরকারী প্রতিনিধি দলের মধ্যে থাকবেন আরও অনেকে— নিশিকান্ত দুবে, বানসুরি স্বরাজ, অনুরাগ ঠাকুর, এমজে আকবর, আসাদুদ্দিন ওয়াইসি, গুলাম নবি আজাদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, মানীশ তিওয়ারি, সলমন খুরশিদ, জন ব্রিট্টাস, বিক্রমজিৎ সাওয়নি, সসমিত পাত্র প্রমুখ।
এই প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকেও সফর করবেন। মোট সফর ১০ দিনের, যার মধ্যে বিভিন্ন দেশে সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং মিডিয়া ব্রিফিংয়ের পরিকল্পনা রয়েছে।
অপারেশন সিঁদুরের প্রেক্ষাপট
২২ এপ্রিল পহেলগাঁও-এ এক মর্মান্তিক জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তান-প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠীগুলির যোগ ছিল। এরপরই ৭ মে শুরু হয় ভারতীয় বাহিনীর অপারেশন সিঁদুর।
এই অভিযানে ধ্বংস হয় লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন-এর একাধিক ঘাঁটি। পাল্টা পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালালেও, ভারত সফলভাবে তা প্রতিহত করে। এরপর আবার ভারত নির্বাচিত সামরিক লক্ষ্যে আঘাত হানে পাক ভূখণ্ডে।
চরম উত্তেজনার পর ১০ মে দু’দেশের মধ্যে সামরিক সংঘর্ষে বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
Bharat: Following the Pahalgam attack and ‘Operation Sindoor,’ India sends an all-party delegation, led by Shashi Tharoor, on a global diplomatic mission to convey its zero-tolerance stance against terrorism. The 10-day tour will include meetings and media briefings in key partner nations and the UN.