সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ হোক। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় বাংলাদেশের কাছে আর্জি জানিয়েছে ভারত। সোমবার বিদেশসচিব পর্যায়ের বৈঠকের শেষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, “আজ দু’পক্ষের বৈঠক ইতিবাচক হয়েছে। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। দু-দেশের স্বার্থেই বিভিন্ন উন্নয়ণমূলক কাজে সহযোগিতা করবে ভারত-বাংলাদেশ। দু-দেশের সাংস্কৃতিক আদানপ্রদান ও অর্থনৈতিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। দু-দেশের জনগনের স্বার্থে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।”
জর্জ সরোসের সঙ্গে সোনিয়া গান্ধীর যোগাযোগ দেশের জন্য উদ্বেগের: রিজিজু
পাশাপাশি এদিনের বৈঠকে যতদ্রুত সম্ভব সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ করতে ঢাকাকে আর্জি জানিয়েছে নয়াদিল্লির ‘দূত’ বিক্রম মিশ্রি। সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে (Bangladesh) স্পষ্ট জানাল ভারত (India)। বাংলাদেশের ওপর চাপ বাড়াতে বৈঠকের টেবিলে এদিন সংখ্যালঘু হিন্দু নির্যাতন ইস্যুটিকেই জোর দিয়েছিল নয়াদিল্লি। সংখ্যালঘুদের নিরাপত্তাই এখন ভারতের সবথেকে বড় উদ্বেগের বিষয়। কারণ হাসিনার পতনের পর সেদেশে হিন্দু নির্যাতন ভয়ংকর আকার ধারণ করেছে। যা বাংলাদেশ ছেড়ে ভারতের সীমানায় প্রতিদিনই বাড়ছে অনুপ্রবেশ। যা নয়াদিল্লির পক্ষে যথেষ্ট উদ্বেগের।
সোমবার ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) ও বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমুদ্দিনের মধ্যে দু’ঘন্টারও বেশি এই বৈঠক হয়েছে। সেই দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এসেছে এমনই তথ্য। জানা গিয়েছে বৈঠকের শুরুতে একান্তে কথা বলেন দু’দেশের বিদেশ সচিব।
জানা গিয়েছে, সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি বিদেশমন্ত্রী তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করবেন মিশ্রি। তারপর এদিন বিকেলেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) সঙ্গেও বৈঠকে বসতে পারেন ভারতের বিদেশ সচিব। ইউনূসের সঙ্গে বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ফলে সংখ্যালঘু হিন্দু নির্যাতন নিয়ে ভারত আগামীদিনে কিছুটা আস্বস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
সোমবার দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক সুনীল বানসলের
হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের (Chinmay Krishna Das) গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ-বিক্ষোভের আঁচ পড়েছে ভারতেও। সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্নে কিছুদিন আগেই উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং চিন্ময় দাসের নিরাপত্তা ও স্বচ্ছ বিচারের সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হলে অশান্তি আরও বাড়ে। সেদেশে লাগাতার হিন্দু নির্যাতনের ঘটনায় উদ্বেগ বাড়ছে ভারতের। এমন প্রেক্ষিতে চিন্ময় দাস যাতে স্বচ্ছ বিচার পেয়ে থাকেন সেই আর্জি জানানো হয়েছে ভারতের তরফে।
সম্প্রতি বিএনপি নেত্রী (BNP) খালেদা জিয়ার (Khaleda Jia) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মাহরুফ (Syed Ahmed Maroof) ও ঢাকাস্থিত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। খালেদা জিয়ার (Khaleda Jia) খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিনে নিয়ে তাঁকে চিকিৎসা করার আহ্বান জানিয়েছেন ইয়াও ওয়েন। নিরাপত্তাগত দিক থেকে ভারতের পক্ষে যা যথেষ্ট অস্বস্তির। এরমধ্যে আগামী বুধবার আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল বিএনপি (BNP)। দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতার মধ্যে এই ধরনের রাজনৈতিক আচরন একদমই নেতিবাচক বলেই মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতেই সোমবার ঢাকার সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি।
বাংলাদেশে বর্তমানে প্রশাসনিক ক্ষমতার অন্যতম মূলস্তম্ভ ছাত্র-যুবকেরা। যাদের অধিকাংশেরই রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই। তাদের চাপে পড়েই অনেকক্ষেত্রে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ইউনূস সরকার। যা অজান্তেই বিপদ ও অস্থিরতা ডেকে আনছে বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিসরে। সুতরাং এরকম চললে আগামীতে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পাশাপাশি দেশটি সম্পূর্ণ রূপে ভেঙে পড়বে বলেই মনে করে কূটনৈতিক মহল।
প্যান ২.০ ভারতের ডিজিটাল রূপান্তরের জন্য গেম-চেঞ্জার, জানুন বিস্তারিত তথ্য
তারমধ্যে সম্প্রতি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর আরও জোরদার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন। সেদেশের সমগ্র পুলিশ-প্রশাসনের তরফে কোনওরকম সহযোগিতা না পেয়ে রীতিমতো আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। তারমধ্যে ভারত বিরোধিতা যুদ্ধের জিগির তুলে দিয়ে সাম্প্রদায়িক হিংসা আরও উচ্চতায় নিয়ে গিয়েছে প্রতিবেশি দেশের জামাত সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলি। এমন অশান্তির আবহে সোমবার দু’দেশের বৈঠকের পর পরিস্থিতি আগামীতে কোনদিকে যায় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।
Bangladesh: India has expressed concern over the persecution of minority Hindus in Bangladesh, urging the country to protect the rights of its Hindu minority. Following a bilateral meeting at the foreign secretary level on Monday, India’s Foreign Secretary, Vikram Misri, stated that the discussions between the two sides were positive. He mentioned that multiple important issues were addressed, including cooperation in developmental initiatives for the benefit of both nations. The talks also covered cultural exchanges and economic development. Misri emphasized the importance of continued bilateral discussions for the well-being of the people of both countries. https://ekolkata24.com/.