ভারত-চিন সম্পর্ক এখন কোন পর্যায়ে? সংসদে বিবৃতি দিলেন জয়শঙ্কর

নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের৷ তবে সেই সম্পর্ক আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে৷ মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি বলেন, ‘‘ভারত…

India China Relations

নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের৷ তবে সেই সম্পর্ক আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে৷ মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি বলেন, ‘‘ভারত চিনের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ৷ সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনার মধ্যে দিয়ে সাম্প্রতিক সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলির সমাধান সম্ভব হয়েছে৷’’ গত অক্টোবর মাসে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)-এর কাছে পেট্রোলিং সংক্রান্ত চুক্তির কথাও উল্লেখ করেন তিনি। (india china relations improve)

এস জয়শঙ্করের বিবৃতি india china relations improve

সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন, ভারত চিনের সঙ্গে ‘সীমান্ত ইস্যু নিয়ে একটি ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে’ আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

   

তবে সাম্প্রতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থার উপর আরও বেশি করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। তিনি তিনটি মূল নীতির কথা উল্লেখ করেন৷ যা যে কোনও পরিস্থিতিতেই অনুসরণযোগ্য৷ 

তিন নীতি india china relations improve

প্রথমত, উভয় দেশকে LAC-কে কঠোরভাবে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, কেউ একতরফাভাবে বর্তমান অবস্থার পরিবর্তন করার চেষ্টা করতে পারবে না, এবং তৃতীয়ত হল, অতীতে যে চুক্তি এবং সমঝোতা হয়েছে, সেগুলো সম্পূর্ণ রূপে মান্য করতে হবে।

বিদেশমন্ত্রীর বক্তব্য india china relations improve

বিদেশমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বলেন, ‘‘মনে রাখবেন, ২০২০ সালের এপ্রিল-মে মাসে চিন পূর্ব লাদাখ সীমান্তে সেনা জমায়েত করেছিল৷ তাদের আগ্রাসী পদক্ষেপ রুখতে একাধিক পয়েন্টে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চিন৷ এই পরিস্থিতিতে নজরদারি বিঘ্নিত হয়েছিল৷’’  তিনি আরও বলেন, ‘‘এটি আমাদের সশস্ত্র বাহিনীর কৃতিত্ব যে, লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এবং কোভিড পরিস্থিতি সত্ত্বেও তারা দ্রুত এবং কার্যকরী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সফল হয়েছিল৷’’

Bharat: India-China relations have significantly improved, says Foreign Minister S. Jaishankar in the Lok Sabha. Military and diplomatic talks resolved recent border issues, including a patrol agreement near the Line of Actual Control (LAC) in October.