অপারেশন দোস্তের বদলে ড্রোন! তুরস্ককে ঘিরে ভারতের ট্র্যাক-টু প্রতিরোধ

নয়াদিল্লি: তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্ত অবস্থায় ভারত মানবিক সাহায্য পাঠিয়েছিল ‘অপারেশন দোস্ত’-এর মাধ্যমে। সেই তুরস্কই এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে আক্রমণে সাহায্য করেছে— শুধু ড্রোনই নয়,…

India boycotts Turkey

নয়াদিল্লি: তুরস্কে ভূমিকম্পে বিপর্যস্ত অবস্থায় ভারত মানবিক সাহায্য পাঠিয়েছিল ‘অপারেশন দোস্ত’-এর মাধ্যমে। সেই তুরস্কই এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে আক্রমণে সাহায্য করেছে— শুধু ড্রোনই নয়, সরাসরি সামরিক সহযোগিতা করেছে। এই ঘটনায় গোটা দেশে ক্ষোভের আগুন। উঠেছে ‘বয়কট তুরস্ক’ স্লোগান।

রাজনীতি, শিল্প, সিনেমা থেকে সাধারণ মানুষ— তুরস্কের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সকলেই। ইতিমধ্যেই ভারতীয় পর্যটকেরা তুরস্ক সফর বাতিল করছেন, ব্যবসায়ীরা তুরস্কের পণ্য আমদানি বন্ধ করছেন, এমনকি একাধিক সিনেমা প্রযোজক তুরস্কে শ্যুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন।

   

ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় প্রতিবাদ, ধাক্কা তুরস্কের অর্থনীতিতে

পর্যটন সংস্থা মেক মাই ট্রিপ জানাচ্ছে, গত এক সপ্তাহে তুরস্ক ও আজারবাইজানের ট্যুর বুকিং ৬০% কমেছে। ক্যানসেলেশনের হার ২৫০%। ইজ মাই ট্রিপ-ও তুরস্কে ভ্রমণ বাতিলের পরামর্শ দিয়েছে।

২০২৩-এ ২.৭ লক্ষ ভারতীয় তুরস্কে ঘুরতে গিয়েছিলেন, ২০২৪-এ সেই সংখ্যা ৩ লাখ ছাড়ানোর কথা ছিল। বয়কটের কারণে এই প্রবণতা মুখ থুবড়ে পড়তে চলেছে, বিশেষত বিয়ে ও কর্পোরেট ইভেন্টের বাজারে।

বাণিজ্যেও প্রতিবাদ: মার্বেল, আপেল, এমনকি সিনেমাও তুরস্কে নয় India boycotts Turkey

উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরা তুরস্ক থেকে মার্বেল আমদানি বন্ধ করেছেন— যেখানে ভারতীয় আমদানির ৭০% আসে তুরস্ক থেকে। পুনের ফল ব্যবসায়ীরা তুরস্কের আপেলের বদলে এখন হিমাচল, উত্তরাখণ্ড আর ইরানের দিকে ঝুঁকছেন।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, কোনও ভারতীয় ছবি এখন থেকে তুরস্কে শ্যুট হবে না। বলিউডের সঙ্গে তুরস্কের সাংস্কৃতিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করার ডাক দিয়েছে তারা।

রাজনৈতিক নেতৃত্ব ও সেলিব্রিটিরাও পাশে

শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তুরস্ককে পর্যটন নির্ভর অর্থনীতিতে ধাক্কা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজেপি নেত্রী ও অভিনেত্রী রূপালি গাঙ্গুলি অনুরাগীদের তুরস্ক সফর বাতিলের আহ্বান জানিয়ে বলেছেন, “এটাই আমাদের দায়িত্ব।”

বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কা জানিয়েছেন, তুরস্ক ও আজারবাইজানে ভ্রমণ না করলেই ভারতীয়রা ৪ হাজার কোটি টাকার ধাক্কা দিতে পারেন।

তুরস্কের সামরিক সহায়তায় ভারতীয় প্রাণহানি

‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান ভারতীয় সেনাঘাঁটি ও বেসামরিক এলাকায় হামলার জন্য প্রায় ৩০০-৪০০টি তুর্কি ড্রোন ব্যবহার করে— যার মধ্যে ছিল আসিসগার্ড সংগার, বাইরাক্তার টিবি-২ এবং ইয়িহা। এই হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন ভারতীয় নাগরিক।

শুধু অস্ত্র নয়, তুরস্ক ছয়টি C-130 হারকিউলিস মিলিটারি কার্গো বিমানও পাঠিয়েছে পাকিস্তানে। এমনকি তাদের যুদ্ধজাহাজ ‘বুয়ুকাদা’ পাকিস্তানের করাচি বন্দরে উপস্থিত ছিল মে ৪ তারিখে।

ভারতের ‘দোস্ত’-কে এখন ‘বয়কট’-এর পাল্টা জবাব

২০১৩-তে ভারতের ভূমিকম্পে সাহায্য চাওয়া তুরস্কের পাশে দাঁড়িয়ে মানবিকতা দেখিয়েছিল দিল্লি। এবার সেই তুরস্কের প্রতিদানে এসেছে ড্রোন আর মারণাস্ত্র। তুরস্কের এই অবস্থান ভারতের কাছে শুধু ‘বিশ্বাসঘাতকতা’ নয়, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও স্পষ্ট বার্তা: ‘দোস্ত’ যদি ঘায়েল করে, তবে সময় হয়েছে ‘দোস্তি’ নতুনভাবে সংজ্ঞায়িত করার।

Bharat: India’s ‘Boycott Turkey’ movement gains momentum after reports of Turkish support to Pakistan. Tourism, trade, and Bollywood impacted. ‘Operation Dost’ recalled with anger.