নির্বাচন কমিশন বনাম বিরোধী জোট, ভোটার তালিকা নিয়ে বৈঠক

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে নড়েচড়ে বসল বিরোধী শিবির। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে সংসদ (Parliament) ভবনের হাউস কমপ্লেক্সে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠকে…

budget-session-begins-manipur-and-waqf-bill-debate-intensifies

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে নড়েচড়ে বসল বিরোধী শিবির। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে সংসদ (Parliament) ভবনের হাউস কমপ্লেক্সে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অফিসে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোট। বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী শিবিরের প্রায় সব শীর্ষ নেতৃত্ব। রবিবারই নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। তার একদিন বাদেই বিরোধী দলগুলির বৈঠক রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই বিরোধী শিবিরের অভিযোগ, একাধিক রাজ্যে ভোটার তালিকা পুনর্গঠনের নামে ভুয়ো নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিরোধীদের আশঙ্কা, এর মাধ্যমে ভোটের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা চলছে। রবিবার নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে জানায়, ভোটার তালিকা সংক্রান্ত প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং কমিশনের তরফে কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে না। তবুও বিরোধী শিবিরের দাবি, নির্বাচন কমিশনের ব্যাখ্যা যথেষ্ট নয়।

   

সোমবারের বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি, রাজদ, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), আম আদমি পার্টি সহ একাধিক আঞ্চলিক ও জাতীয় দলের প্রতিনিধিদের। বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে—

ভোটার তালিকা নিয়ে যৌথ অবস্থান তৈরি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কীভাবে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন সংগঠিত করা যায়, সেই রূপরেখা।

Advertisements

আসন্ন রাজ্যসভা ও লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য আরও মজবুত করার কৌশল।

সূত্রের খবর, সোমবারের বৈঠক থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে পারে ইন্ডিয়া জোট। সেই বিবৃতিতে নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হতে পারে। পাশাপাশি বিরোধীরা চাইছে সর্বদলীয় পর্যবেক্ষণ কমিটি গঠন করতে, যাতে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা পুনর্গঠনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করা যায়। কিছু রাজ্যে ইতিমধ্যেই বিরোধী দলগুলি বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। এখন সেই আন্দোলনকে সর্বভারতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও এই বৈঠকের এজেন্ডায় রয়েছে।

নির্বাচন কমিশনের তরফে রবিবার জানানো হয়, ভারতের নির্বাচন ব্যবস্থা বিশ্বের অন্যতম স্বচ্ছ প্রক্রিয়া। ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ফলে ভুয়ো নাম অন্তর্ভুক্তির অভিযোগ অমূলক। তবে কমিশন আশ্বস্ত করেছে, প্রতিটি অভিযোগ যাচাই করা হবে এবং যেখানে ত্রুটি পাওয়া যাবে, সেখানে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ লোকসভা ভোটের আগে এই ধরনের বৈঠক বিরোধীদের ঐক্যকে আরও জোরদার করার চেষ্টা। ভোটার তালিকা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলে আসলে বিরোধীরা ভোটারদের কাছে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে— যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নেমেছে। অন্যদিকে, কমিশন নিরপেক্ষতা প্রমাণ করতে মরিয়া। ফলে আগামী কয়েক মাস এই ইস্যুতে কেন্দ্র ও বিরোধীদের টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।