ভারতে পাক পণ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, বন্ধ সরাসরি ও পরোক্ষ আমদানি

India bans Pakistan imports নয়াদিল্লি: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর আরও কড়া পদক্ষেপ করল ভারত। পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আর কোনও ধরনের পণ্যই আমদানি…

India bans Pakistan imports

India bans Pakistan imports

নয়াদিল্লি: পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর আরও কড়া পদক্ষেপ করল ভারত। পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আর কোনও ধরনের পণ্যই আমদানি করা হবে না৷ শুক্রবার সরকারি নোটিফিকেশনে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়।

বাণিজ্য নীতিতে নতুন সংযোজন

বিদেশ বাণিজ্য নীতি (Foreign Trade Policy)-তে যুক্ত নতুন ধারায় বলা হয়েছে, “পাকিস্তানে উৎপাদিত অথবা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি অথবা ট্রানজিট নিষিদ্ধ করা হল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।” এই পদক্ষেপ নেওয়া হয়েছে ‘জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ’ রক্ষার কথা উল্লেখ করে।

   

পাকিস্তানি জাহাজের ওপরও নিষেধাজ্ঞা India bans Pakistan imports

এর পাশাপাশি, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং একটি পৃথক নির্দেশে জানিয়েছে, “পাকিস্তানের পতাকাবাহী কোনও জাহাজ ভারতের কোনও বন্দর ব্যবহার করতে পারবে না।” এই নির্দেশের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, এটি ভারতের পণ্য, বন্দর ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ।

আটারি-ওয়াঘা বন্ধ, স্থলবাণিজ্যেও স্থগিতাদেশ

এর আগে ভারত ইতিমধ্যেই পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এটিই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র কার্যকরী স্থল বাণিজ্য পথ। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সীমান্ত দিয়ে প্রায় ৩,৮৮৬.৫৩ কোটি টাকার পণ্যবাণিজ্য হয়েছিল। নতুন নিষেধাজ্ঞার ফলে এই সীমান্তপথও এখন কার্যত নিষ্ক্রিয়।

তৃতীয় দেশের মাধ্যমে আমদানিও নিষিদ্ধ

যদিও বিগত কয়েক বছরে পাকিস্তান থেকে সরাসরি আমদানি প্রায় অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে, তথাপি কিছু সামগ্রী দুবাই, সিঙ্গাপুর এবং কলম্বো-র মতো তৃতীয় দেশের বন্দর হয়ে ভারতে প্রবেশ করছিল। সেই পথও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এই নোটিফিকেশনের মাধ্যমে।

২০২৩-২৪ অর্থবর্ষে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানি ছিল মাত্র ৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মূলত কৃষিপণ্যের মধ্যেই সীমাবদ্ধ। তবে বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞা প্রতীকী হলেও, তা রাজনৈতিক বার্তা ও কৌশলগত চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার।

ভারতীয় ওষুধের উপর নির্ভরশীল পাকিস্তান

একই সঙ্গে, এই পদক্ষেপের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে পাকিস্তানের ফার্মাসিউটিক্যাল খাত। ভারতের ওপর ওষুধ ও কাঁচামালের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল পাকিস্তান এখন বিকল্প উৎস খুঁজতে মরিয়া। পাকিস্তানের ছোট ব্যবসায়ী ও নির্মাতারা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়বেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পাকিস্তানের পালটা পদক্ষেপ

জবাবে, পাকিস্তানও ভারতের সঙ্গে সমস্ত ধরণের বাণিজ্য স্থগিত করার ঘোষণা করেছে। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্য এতটাই সীমিত যে এই সিদ্ধান্তের বাস্তবিক আর্থিক প্রভাব ভারতের ওপর তেমন পড়বে না, তবে পাকিস্তানের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে উঠতে পারে।

পহেলগামের জঙ্গি হামলার জবাবে ভারতের একের পর এক কড়া পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও পাকিস্তানকে কোণঠাসা করার কৌশল নিয়েছে নয়াদিল্লি। জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থের প্রশ্নে কোনও ছাড় না দেওয়ার বার্তাই দিতে চায় কেন্দ্র সরকার।

এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে পাকিস্তানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।

Bharat: India bans all direct & indirect imports from Pakistan citing national security after Pahalgam attack. New foreign trade policy implemented. Pakistani ships also barred from Indian ports.