ইন্ডি জোটের আসন সংখ্যা নিয়ে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার বনগাঁর জনসভা থেকে মমতা সাফ জানিয়ে দেন, এবার মোদী সরকারের (Narendra Modi) বিদায় ঘটবে। ক্ষমতায় আসবে বিরোধীদের ইন্ডি জোট। ২০০-র কমেই থামতে হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে। আর মানুষের সমর্থনে ৩০০ পেরিয়ে যাবে ইন্ডি জোট।
এদিন মমতা বলেন, দিদিই ইন্ডি জোটকে কেন্দ্রে ক্ষমতায় আনবে, আর আমরা পশ্চিমবঙ্গ থেকে সাহায্য করব। ইন্ডি জোট এবারের লোকসভা নির্বাচনে খুব ভালো ফল করবে। আপাতত যা হিসেবে সামনে এসেছে, বিজেপি ১৯০ থেকে ১৯৫টি আসন পাবে। আর ইন্ডি জোট ৩১৫টি আসন পাবে। প্রধানমন্ত্রী মোদী আর ক্ষমতায় আসবে না।
রাজ্যের মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বনগাঁ। এদিনের সভা থেকে তাই এনআরসি, সিএএ ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, আমি এনআরসি মানব না। অসমের ১৯ লক্ষ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমায় বা-মায়ের সার্টিফিকেট চাইলে আমি কীভাবে দেব, আমি তো তাঁদের জন্মদিনও জানি না।
Mamata Banerjee: শুভেন্দুর খাসতালুকে এর আগে যা করেননি কোনও মুখ্যমন্ত্রী, লক্ষ্মীবারে তাই করবেন মমতা!
সিএএ ইস্যুতে মমতার তোপ, ওরা যদি ৫০ বছর আগের সার্টিফিকেট চায়, তাহলে সবার আগে বিজেপি প্রার্থীকে (শান্তনু ঠাকুর) বলুন সিএএ-তে আবেদন করতে। আপনি কেন আবেদন করছেন না। কারণ হল, আপনি তাহলে বিদেশি হয়ে যাবেন। এর বড় বড় কথা বলে ওরা যদি নিজেরাই আবেদন না করে, আপনারা কেন আবেদন করবেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-এনআরসি একটা বড় চক্রান্ত। ইউনিফর্ম সিভিল কোর্ডও তাই। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, আদিবাসীদের কোনও অস্তিত্ব নেই, হিন্দুদেরও কোনও অস্তিত্ব থাকবে না, আর থাকবে শুধু ‘এক দেশ-এক রাজনৈতিক দলের নেতা’।
মমতা আরও বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ভারতে আর কোনও নির্বাচন হবে না। ভারতের প্রজাতন্ত্র বিলুপ্ত হবে। সংবিধান পরিবর্তন করা হবে। ইতিহাস বদলাবে, ভূগোল বদলাবে, শিক্ষা বদলাবে।
Health Minister Resigns: আচমকা পদত্যাগ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, মাথায় হাত প্রধানমন্ত্রীর!