দাভোস: বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মানচিত্রে ভারত আজ কোথায় দাঁড়িয়ে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রশ্নের উত্তরেই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতকে ‘দ্বিতীয় স্তরের’ (Second-tier) খেলোয়াড় হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
বিতর্ক এবং আইএমএফ প্রধানের মন্তব্য
ঘটনার সূত্রপাত একটি প্যানেল আলোচনা থেকে। সেখানে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (IMF) ম্যানেজিং ডিরেক্টর কৃষ্টালিনা জর্জিয়েভা উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবের প্রশংসা করার পাশাপাশি ভারতের নাম নেন। তবে আলোচনায় এক বক্তা ভারতকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে স্বীকার করলেও একে এআই-এর ক্ষেত্রে ‘দ্বিতীয় গ্রুপের’ দেশ বলে অভিহিত করেন। বলা হয়, ভারতের মতো দেশগুলোকে তাদের এআই কৌশলের জন্য আমেরিকা বা চিনের সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে।
বৈষ্ণবের ‘পঞ্চস্তরীয়’ যুক্তি India AI global ranking
এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টাহুঙ্কার দেন অশ্বিনী বৈষ্ণব। তিনি ব্যাখ্যা করেন যে, এআই আর্কিটেকচার মূলত পাঁচটি স্তরের ওপর দাঁড়িয়ে: ১. অ্যাপ্লিকেশন লেয়ার (Application Layer) ২. মডেল লেয়ার (Model Layer) ৩. চিপ লেয়ার (Chip Layer) ৪. ইনফ্রাস্ট্রাকচার লেয়ার (Infrastructure Layer) ৫. এনার্জি লেয়ার (Energy Layer)
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমরা এই পাঁচটি স্তরেই কাজ করছি এবং অভূতপূর্ব উন্নতি করছি। ভারত ইতিমধ্যেই এআই-এর ব্যাপক প্রসারে মনোযোগ দিয়েছে।” তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি মূল্যায়ন উদ্ধৃত করে জানান, এআই-এর অনুপ্রবেশ (Penetration) এবং প্রস্তুতির ক্ষেত্রে ভারত বিশ্বে তৃতীয় এবং এআই প্রতিভার (Talent) ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে।
এআই সেবার বৈশ্বিক সরবরাহকারী হবে ভারত
অশ্বিনী বৈষ্ণব আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ভারত খুব শীঘ্রই এআই-চালিত পরিষেবার বৃহত্তম বৈশ্বিক সরবরাহকারী হতে চলেছে। বিশাল বড় ‘ফাউন্ডেশনাল মডেল’ তৈরির চেয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে এআই-এর প্রয়োগই ভারতের মূল লক্ষ্য। তাঁর মতে, ২০ থেকে ৫০ বিলিয়ন প্যারামিটারের মডেল দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানোই এখন আসল চ্যালেঞ্জ, যা ভারত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।
মেটা এবং আইবিএম প্রধানের সঙ্গে বৈঠক
দাভোস সফরের ফাঁকে অশ্বিনী বৈষ্ণব বৈশ্বিক প্রযুক্তি নেতাদের সঙ্গেও বৈঠক করেন। মেটা (Meta)-র গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে তাঁর আলোচনায় প্রাধান্য পেয়েছে ‘ডিপফেক’ (Deepfake) রোখার বিষয়টি। এছাড়া আইবিএম (IBM) প্রধান অরবিন্দ কৃষ্ণার সঙ্গে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার (nm) ও ২ ন্যানোমিটার চিপ প্রযুক্তি নিয়ে ভারতের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পরিশেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি আজ বিশ্বমঞ্চে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। প্রযুক্তিকে কীভাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির (Inclusive Growth) কাজে লাগানো যায়, ভারত আজ বিশ্বকে সেই পথ দেখাচ্ছে।
Bharat: India is not a second-tier AI player, Union Minister Ashwini Vaishnaw said at Davos, rejecting IMF-linked remarks and outlining India’s five-layer AI strategy spanning chips, infrastructure, talent, and real-world applications.
