নয়াদিল্লি: আর কয়েকঘন্টা পরেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামের ময়দানে নামবে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর এই ম্যাচ ঘিরে বিতর্ক চরমে। পহেলগামে নারকীয় জঙ্গি হামলার মাত্র ৬ মাসের মধ্যে কেন এই ম্যাচে সম্মতি দিল ভারত এই নিয়ে ক্ষুব্ধ নিহতের পরিবার। সেইসঙ্গে বিসিসিআই এবং কেন্দ্র সরকারের বিরদ্ধে তোপ দেগেছে বিরোধীরা।
এবার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড তারকা সুনীল শেট্টী। তাঁর মতে, টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিয়ে ক্রিকেটার বা বিসিসিআই-কে দোষারোপ করা উচিৎ নয়। তিনি বলেন, “খেলোয়াড়রা তো দেশের স্বার্থেই মাঠে নামছেন। এটা তো বিসিসিআই-এর হাতে নেই।” এরপর তিনি বলেন, “আমার মনে হয় খেলা দেখব কি দেখব না এই নিয়ে সিদ্ধান্তটা আমাদের নেওয়া উচিৎ”।
Asia Cup 2025 বিতর্ক
২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের রক্তস্রোত বওয়ার পরেও IND vs PAK ক্রিকেট ম্যাচে সম্মতি জানিয়েছে ভারত! এই নিয়ে কেন্দ্র সরকার সহ ভারতের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন মৃতদের পরিবার থেকে শুরু করে বিরোধীরা।
বিসিসিআই(BCCI)-এর বিরুদ্ধে তোপ দেগে পহেলগাম পাক-জঙ্গি হামলায় মৃত শুভম দ্বীবেদির স্ত্রী ঐশন্যা বলেন, “আমি বুঝতে পারছি না বিসিসিআই কিভাবে এই ম্যাচে রাজি হল। জঙ্গি হানার মৃত ২৬ নাগরিকের পরিবারের প্রতি কি দেশের ক্রিকেট বোর্ডের একটুও সহানুভূতি নেই?” জঙ্গি হানায় মৃত সন্তোষ জগদালের কন্যা আশাবরীও কটাক্ষ করে বলেন, “আমার মনে হয় বিসিসিআই নির্লজ্জ! পহেলগাম হামলার ছয় মাসও পেরোয়নি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে বিসিসিআই-এর লজ্জা হচ্ছে না!”