পাকিস্তানকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করল ভারত। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (IPU) পাকিস্তানকে আক্রমণ করে ভারত বলেছে, গণতন্ত্রের খারাপ রেকর্ডে ভরপুর একটি দেশের বক্তৃতা দেওয়া হাস্যকর। প্রথমে জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপারে তাদের জঙ্গি কারখানা বন্ধ করা উচিত।
সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ-এর ১৪৮তম সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার প্রয়োগ করে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।’
তিনি বলেন, ‘কারও যতই বাগাড়ম্বর ও অপপ্রচার করা হোক না কেন, তা এই সত্যকে উড়িয়ে দেওয়া যাবে না।’ হরিবংশ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে অসংখ্য সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা চালানোর কারখানাগুলো বন্ধ করা উচিত পাকিস্তানের। তিনি জানান, ‘বিশ্ব সন্ত্রাসের মুখ ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই পাওয়া গিয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে নিষিদ্ধ সন্ত্রাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার লজ্জাজনক রেকর্ড রয়েছে পাকিস্তানের।’