HomeBharatBlack Money: একাই ৩০০ কোটি! কংগ্রেস সাংসদের কালো টাকার কাছে 'অপা' জুটি...

Black Money: একাই ৩০০ কোটি! কংগ্রেস সাংসদের কালো টাকার কাছে ‘অপা’ জুটি শিশু

- Advertisement -

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা (অপা জুটি) যে বিপুল বেআইনি টাকা (Black Money) জমিয়েছিল তা দেখে চমকে গেছিলেন ইডি গোয়েন্দারা। একশ কোটির টাকার পাহাড়’ দেখে দেশবাসী হয়েছিল হতবাক। তৃ়ণমূল সরকারের আমলে বাংলায় শিক্ষা বিভাগ সহ নিয়োগ দুর্নীতির সেই তদন্তে জেলে গেছে ‘অপা’ জুটি। তবে ‘অপা’-কে টেক্কা দিল ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। আয়কর অভিযানে তার কাছেই মিলেছে কমপক্ষে ৩০০ কোটি টাকা।

পিটিআই জানাচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে  ধীরাজ সাহুর বিভিন্ন আস্তানায় বুধবার (৬ ডিসেম্বর) থেকে অভিযান চলেছে। আয়কর বিভাগের কর্মকর্তাদের মতে, কংগ্রেস সাংসদের ডেরাগুলি থেকে বাজেয়াপ্ত  করা নগদের পরিমাণ 300 কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। পিটিআই জানাচ্ছে, এইচ অভিযানে বাজেয়াপ্ত করা অর্থ একটি একক অভিযানে এখনও পর্যন্ত যে কোনও সংস্থার দ্বারা “সর্বোচ্চ” কালো টাকা উদ্ধার বলে চিহ্নিত।

   

বিপুল পরিমাণ নগদ গণনা রবিবারও চলছে। আয়কর কর্মকর্তারা প্রায় 40টি বড় এবং ছোট মেশিনে টাকা গুণছেন। অনেক ব্যাঙ্ক কর্মীদের নিয়ে এসেছেন। বাজেয়াপ্ত করা নগদ রাজ্যের সরকারী ব্যাঙ্কগুলিতে পরিবহনের জন্য বিভাগ আরও গাড়ি আনা হয়েছে। ওডিশার বৌধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড থেকে বেশিরভাগ নগদ উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদকে জেরা করে আরও সূত্র খুঁজছে আয়কর বিভাগ।

বিব্রত কংগ্রেস দলীয় সাংসদ ধীরজ সহুর থেকে দূরত্ব রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযানের বিষয়ে বলেন, জনগণের লুট করা টাকা ফেরত দেওয়া হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular