শুরুতেই স্পিকার বিড়লাকে কর্তব্য-পাঠ দিলেন বিরোধী দলনেতা রাহুল

ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার বিড়লার মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন রাহুল গান্ধী। করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তারপরই প্রধানমন্ত্রী…

important that the voice of the Opposition is allowed to be represented rahul gandhi to speaker om birla, শুরুতেই স্পিকার বিড়লাকে কর্তৃব্য-পাঠ দিলেন বিরোধী দলনেতা রাহুল

ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার বিড়লার মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে করমর্দন করেন রাহুল গান্ধী। করমর্দন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। তারপরই প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা রীতি মেনে নব নির্বাচিত স্পিকারকে তাঁর আসনে বসিয়ে দিয়ে আসেন। এরপরই স্বাগত ভাষণে রাহুল দ্বিতীয়বার নির্বাচিত স্পিকার বিড়লাকে কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিরোধী দলনেতা।

এ দিন ওম বিড়লাকে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘স্পিকার পদে আপনি (ওম বিড়লা) দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি আশা করব আপনি সংবিধানের পরিধির মধ্যে কাজ করবেন। সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু বিরোধী দলও ভারতের জনগণের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে। আমি আশা করব, দমন করার বদলে বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হবে। জাগ্রত বিরোধী কণ্ঠস্বর গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী যে, আপনি আমাদের কথা বলার অনুমতি দেবেন।’

‘খুনের ষড়যন্ত্রের কথা জানতেন অভিষেক’! গুরুতর তথ্য সামনে আনলেন শওকত

Advertisements

এর আগে একাধিক বিরোধী সাংসদ ওম বিড়লার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলোচনা ছাড়া বিল ও বাজেট পাস, লোকসভা থেকে শতাধিক বিরোধী সাংসদের সাসপেন্ড করা নিয়েও প্রশ্ন তোলা হয়। সেই সূত্রে এ দিন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নির্বাচিত স্পিকার ওম বিড়লাকে কর্ত্যের পাঠ দান বেশ তাৎপর্যবাহী।

অবশ্য প্রধানমন্ত্রী মোদী এ দিন শুরুতেই নিজের স্বাগত ভাষণে ওম বিড়লার প্রশংসা করেছেন। জানান, বিড়লা করোনার সময়ও লোকসভার কাজকর্ম অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। একাধিক আইন পাশের উল্লেখ করে প্রধানমন্ত্রীর দাবি, স্পিকার হিসাবে ওম বিড়লা নজির গড়েছিলেন।