Budget 2025: মঙ্গলবার লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল উত্থাপন, ঘাটাল প্রকল্পেও বড় অগ্রগতি

মঙ্গলবার (১১ মার্চ) লোকসভায় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫’ উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এই বিলের মাধ্যমে ভারতের অভিবাসন আইন আধুনিকীকরণ ও একীভূত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয়…

মঙ্গলবার (১১ মার্চ) লোকসভায় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ২০২৫’ উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এই বিলের মাধ্যমে ভারতের অভিবাসন আইন আধুনিকীকরণ ও একীভূত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি পেশ করবেন, যা ভারতে প্রবেশ ও প্রস্থানকারীদের জন্য পাসপোর্ট বা ভ্রমণ নথির প্রয়োজনীয়তা নির্ধারণ, বিদেশিদের ভিসা ও নিবন্ধন নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রদান করবে।

Advertisements

এদিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও অনিল বালুনি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি স্থায়ী কমিটির ষষ্ঠ প্রতিবেদন পেশ করবেন। এতে ‘ভারতে কেবল টেলিভিশন নিয়ন্ত্রণ’ নিয়ে সরকারের পদক্ষেপের কথা রয়েছে। এছাড়া, ‘ডিজিটাল পেমেন্ট ও ডেটা সুরক্ষার জন্য অনলাইন নিরাপত্তা’, ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কার্যকারিতা পর্যালোচনা’ এবং ‘নাগরিকদের ডেটা সুরক্ষা ও গোপনীয়তা’ বিষয়ে সরকারের পদক্ষেপের প্রতিবেদনও উপস্থাপিত হবে।

   

সোমবার সংসদে রেলওয়ে (সংশোধনী) বিল পাস হয়েছে, যা রেল পরিচালনাকে আধুনিক ও সুবিন্যস্ত করবে। লোকসভায় ‘বিলস অফ লেডিং বিল ২০২৪’ও পাস হয়েছে, যা আধুনিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরলীকরণ ও বোধগম্যতা বাড়াবে। তবে, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে রাজ্যসভায় বিরোধীরা সীমানা পুনর্নির্ধারণ ও নতুন শিক্ষানীতি (এনইপি) নিয়ে ওয়াকআউট করে। লোকসভায়ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তৃতার সময় ডিএমকে-কে “অসৎ” বলে সমালোচনা করায় বিরোধী সাংসদরা প্রতিবাদে ওয়েলে নেমে আসেন।

এদিকে, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বছরের পর বছর বন্যায় ভাসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। দাসপুরে ১৯ কোটি ২৬ লক্ষ টাকায় পাঁচটি সেতু নির্মাণ শীঘ্রই শুরু হবে। বিরোধীরা যদিও কটাক্ষ করে বলছে, “এটা তহবিল লুটের পরিকল্পনা।” বাজেট অধিবেশন ৪ এপ্রিল পর্যন্ত চলবে।