পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি অবধি, দেশের আবহাওয়া নিয়ে বিরাট আপডেট IMD-র

দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। শুধু বাংলা বললে ভুল হবে, দেশের আরও বহু রাজ্য ভ্যাপসা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে। কবে এই জ্বালাময়…

দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। শুধু বাংলা বললে ভুল হবে, দেশের আরও বহু রাজ্য ভ্যাপসা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে। কবে এই জ্বালাময় আবহাওয়া থেকে মুক্তি মিলবে? উঠছে প্রশ্ন। হু হু করে উর্ধ্বমুখী তাপমাত্রার কারণে সকলের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। স্বস্তির নাম গন্ধ নেই। তবে এরই মাঝে দেশের আবহাওয়া নিয়ে বড় তথ্য দিল আইএমডি (IMD), যা আপনারও শুনে রাখা জরুরি।

যেভাবে তাপমাত্রা বাড়ছে সেখানে ৫০ ডিগ্রি অবধি না তাপমাত্রা বেড়ে যায় তার আশঙ্কা করছেন দেশের বহু মানুষ। এদিকে আবহাওয়া বিভাগ জানাচ্ছে, আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এবং ঝাড়খন্ডে তীব্র তাপপ্রবাহ থাকবে। লাল সতর্কতা জারি করা হয়েছে জায়গায়। সবথেকে বড় কথা, আইএমডি-র পূর্বাভাস অনুসারে দক্ষিণ ভারতের রায়লসীমা, সৌরাষ্ট্র, তেলেঙ্গানা, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, কোঙ্কোন এবং তামিলনাড়ুতে আগামী ৫ দিন তাপপ্রবাহ তো বজায় থাকবেই, সেইসঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

   

অন্যদিকে কিছু জায়গায় আবার তাপমাত্রা কমার ইঙ্গিত দিল হাওয়া অফিস। কোথায় কোথায় পারদ কমবে? উত্তর-পশ্চিম ভাবতে আগামী দুদিন তাপমাত্রার পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি অবধি। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ৫ দিন বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।