ঝড়-বৃষ্টির মাঝেই টানা দুদিন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল IMD

heatwave

একদিকে যখন বাংলায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে ঠিক তখনই রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আইএমডি (IMD)। হ্যাঁ ঠিকই শুনেছেন।

Advertisements

অবশ্য বাংলায় নয়, এই সতর্কতা জারি হল মরু রাজ্য রাজস্থানে। আজ এবং আগামীকাল ১০ তারিখ শুক্রবার অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হল হাওয়া অফিসের তরফে। ১০ তারিখের পর তাপমাত্রা কমার সম্ভাবনা। আবহাওয়ার আপডেট এবং তাপপ্রবাহ সম্পর্কে আইএমডির বিজ্ঞানী সোমা সেন বলেছেন, “সারা দেশ থেকে তাপপ্রবাহ শেষ হতে চলেছে। শুধুমাত্র পশ্চিম রাজস্থান ও কেরলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও তাপপ্রবাহ থাকবে পশ্চিম রাজস্থানে। আমরা হলুদ সতর্কতা জারি করেছি। বঙ্গোপসাগর থেকে দেশে প্রবল আর্দ্রতা প্রবাহিত হচ্ছে, যার কারণে দেশে বজ্রপাতের সক্রিয়তা বাড়ছে। আপাতত এরকম আবহাওয়া বজায় থাকবে।” 

Advertisements