বেআইনি অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং বিহার পুলিশ। বেআইনি কারখানার খোঁজ মিলল বিহারের গয়ায়। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বুদ্ধগয়ায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথবাহিনী তল্লাশি চালায় একটি আসবাবের দোকানে। সেই অভিযানের সময় দোকানের পিছনে একটি বেআইনি কারখানার হদিস মেলে। এরপর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে দু জন গ্রেফতার হলেও দোকানের মালিক পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দোকানের পলাতক মালিকের নাম মুকেশ কুমার। এই আসবাবের দোকানের আড়ালেই রমরমিয়ে চলত অস্ত্র কারখানা। সম্প্রতি বাংলাই কিছু খুন এবং ডাকাতির ঘটনা ঘটেছে এবং এগুলির সঙ্গে কোন না কোন ভাবে তা বিহার-ঝাড়খণ্ডের সঙ্গে যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ। এরই মাঝে অস্ত্র পাচার নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ এবং সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করতে নেমে পুলিশ এই দোকানের হদিশ পায়। এরপরই কলকাতা পুলিশ বিহারের পুলিশের সঙ্গে যোগাযোগ করে।
কলকাতা-বিহার পুলিশের একটি দল বৃহস্পতিবার বুদ্ধগয়ার দৌড়নগরের অসবাবের দোকানে তল্লাশি অভিযান চালিয়ে খোঁজ পায় বেআইনি কারখানার। পুলিশ সূত্রে খবর পিস্তল ও বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার করা হয়েছে। দেশি বন্দুক ছাড়াও উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তল। মুঙ্গেরের দুই কর্মীকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। কলকাতায় কোন নাশকতার ছক ছিলকিনা তা খতিয়ে দেখছে পুলিশ।