রহস্যজনক মৃত্যু আইআইএম পড়ুয়ার, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

Student dies at IIM Bangalore

রহস্যজনকভাবে মৃত্যু আইআইএম পড়ুয়ার। রবিবার ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর আইআইএম হোস্টেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম নিলয় কাইলসভাই প্যাটেল। বয়স ২৯ বছর।

Advertisements

ভারতে হদিশ মিলছে HMVP আক্রান্তের, সতর্কতা জারি মহারাষ্ট্র-কর্ণাটকে

পুলিশের অনুমান হোস্টেলের দোতলার সিড়ি থেকে পড়ে গিয়েই হয়তো মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসকেরা। তবে পড়ুয়ার মৃত্যুটিকে একটি অস্বাভাবিক ঘটনার মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে, এইমসগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত চালক, জখম ৪

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিলয় কাইলসভাই প্যাটেল গুজরাতের সুরাটের বাসিন্দা ছিলেন। আইআইএম-বেঙ্গালুরুর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (পিজিপি)-এর ছাত্র ছিল সে। রবিবার জন্মদিন পালনের পর হোস্টেলে নিজের ঘরে ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা। রবিবার ভোর ৬ টা নাগাদ তার দেহ উদ্ধার হয় হোস্টেলের মাঠ থেকে। তৎক্ষনাত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisements

রহস্যমৃত্যু বেঙ্গালুরুতে, মৃত পরিবারের চার সদস্য

পুলিশের অনুমান, জন্মদিনের পার্টি শেষে ঘরে ফেরার সময় দুর্ঘটনাক্রমে দোতলার ব্যালকনি থেকে পড়ে মারা যায় ওই পড়ুয়া। সপ্তাহের শেষেই এই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার সম্ভবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। বছর ২৯-এর পড়ুয়ার আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করে আইআইএম-বেঙ্গালুরু।