শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো: সেনা সর্বাধিনায়ক

নয়াদিল্লি: “পাকিস্তানকে জবাব দেওয়ার পালা এখনও শেষ হয়নি”, ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় তিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার মহৌ-এর আর্মি…

World Leaders Reacted To Indian Strikes

নয়াদিল্লি: “পাকিস্তানকে জবাব দেওয়ার পালা এখনও শেষ হয়নি”, ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় তিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার মহৌ-এর আর্মি ওয়ার কলেজে “রণ-সংবাদ ২০২৫” অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এই বক্তব্য রাখেন তিনি। সেনা সর্বাধিনায়ক বলেন, “ভারত শান্তিপ্রিয় দেশ। তবে ভুলে যেয়ো না, আমরা শান্তিবাদী হতে পারব না।” সেইসঙ্গে তিনি বলেন, “এখানে আমরা শুধুমাত্র অপারেশন সিঁদুর নয়, তার থেকেও গুরুতর বিষয়ে আলোচনা করতে এসেছি।

Advertisements

গত ২২ শে এপ্রিল পহেলগামে নারকীয় জঙ্গি হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ একটি আধুনিক সংঘর্ষ। এর থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং যা শিখেছি তার অধিকাংশই প্রয়োগ করছি। সেইসঙ্গেই একটি ল্যাটিন প্রবাদের অনুবাদ করে তিনি বলেন, “শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ক্ষমতা ছাড়া শান্তি আদপে অবাস্তব”।

   

জেনারেল চৌহান ভারতের ইতিহাস এবং সংস্কৃতির কথা উলেখ করে বলেন, “আমরা সর্বদা শাস্ত্র এবং অস্ত্রের কথা বই। আসলে এই দুটি হ একই তলোয়ারের দুটি দিক।” এরপর মহাভারতের অর্জুনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “অর্জুনের মত যোদ্ধারও শ্রীকৃষ্ণের প্রয়োজন হয়েছিল”। প্রতিরক্ষার বিষয়ে গবেষণার মাধ্যমে নেতৃত্ব, অনুপ্রেরণা এবং প্রযুক্তিগতভাভে আত্মনির্ভর হয়ে উঠতে হবে বলে উল্লেখ করেন তিনি।

২৬ তারিখ শুরু হওয়া দুদিন-ব্যাপী এই সেমিনারে ভারতীয় সেনাবাহিনীর প্রমুখেরা বক্তব্য রাখবেন। ২৭ তারিখ অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বক্তব্য রাখবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।