গান্ধীনগর: ভারতীয় পণ্যে আমেরিকা ৫০% চড়া শুল্ক (Tariff) বসানোর পর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের সুর চড়ানোর ধারা অব্যাহত। এই আবহে এবার প্রধানমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার আপ নেতার সরাসরি তোপ, “একটু সাহস দেখান আর আমেরিকার পণ্যের উপর ৭৫% কর চাপান।”
গুজরাটের রাজকোটে এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, “কেন্দ্রের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমেরিকা থেকে আগত তুলার উপর থেকে ১১% শুল্ক তুলে নেওয়ার ফলে গুজরাটের তুলা চাষিরা ক্ষতিগ্রস্ত আর আমেরিকার চাষিরা লাভবান হবেন”। তিনি বলেন, “আমেরিকা আমাদের উপর ৫০% শুল্ক বসিয়েছে, আপনি আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৭৫% শুল্ক (Tariff) বসান”।
সেইসঙ্গে মার্কিন শুল্ক-ত্রাসে ভারতের হীরা ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে কেজরির (Arvind Kejriwal) কটাক্ষ, “ডোনাল্ড ট্রাম্পের (Trump) সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে মোদী সরকার”। এরপর তিনি বলেন, “আমেরিকা থেকে আমদানিকৃত তুলার উপর ভারতের ১০০% শুল্ক আরোপ করা উচিৎ। তাহলে আমেরিকাও ভারতের সামনে নতজানু হতে বাধ্য হবে।”
ডোনাল্ড ট্রাম্পের (Trump) উদ্দেশ্যে কটাক্ষ করে আপ নেতা বলেন, “ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ! ওর বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিৎ।” তাঁর দাবি, মার্কিন সংস্থাগুলি বন্ধ হয়ে গেলেই ট্রাম্পের কোমর ভেঙে যাবে। আমেরিকা থেকে তুলা আনা হলে “ভারতের চাষিরা বাজারে ৯০০ টাকারও কম পাবেন। আমাদের দেশের চাষিদের সঙ্গে এটাই হচ্ছে। এখানকার, গুজরাটের চাষিরা দরিদ্র হয়ে যাবেন আর আমেরিকার চাষিরা ধনী” মার্কিন তুলার উপর থেকে ১১% আমদানি শুল্ক (Tariff) তুলে দিয়ে ভারতের চাষিদের আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে মোদী সরকার বলে দাবি করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।