বহরের বিচারে বিশ্বেরও চতুর্থ বৃহৎ রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। লোকাল থেকে দূরপাল্লা- প্রত্যেকদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। এহেন বড় সংস্থার সুষ্ঠু পরিষেবা ও শৃঙ্খলা বজায় রাখতে ভারতীয় রেলের রয়েছে একাধিক নিয়ম। যে নিয়ম না মানলেই গুণতে হয় গ্যাঁটের কড়ি, অথবা যেতে হয় হাজতে। রোজ ট্রেনে যাতায়াত করেও অনেক যাত্রীই সেসব নিয়ম সম্পর্কে অবগত নন। ফলে বড় বিপদে পড়তে পারে যখন-তখন। তাই এখনই জেনে নিন সেসব নিয়ম।
ভারতীয় রেলে ভ্রমণের ক্ষেত্রে যে নিয়ম কোনও যাত্রীকে মানতেই হবে…
ধূমপানের নিষিদ্ধ:
ট্রেনে ধূমপান নিয়ম বিরুদ্ধ। কারণ এতে অগ্নিসংযোগের সম্ভাবনা থাকে। সেই কারণে সিগারেট, বিড়ি, গাঁজা সম্পূর্ণ নিষিদ্ধ ট্রেনে। যদি কোনও ব্যক্তি ট্রেনের শৌচাগারে বা অন্য কোথাও ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তবে ভারতীয় রেলওয়ে আইনের ১৬৭ ধারা অনুযায়ী ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। হতে পারে শ্রীঘর বাসও।
মদ্যপানের শাস্তি:
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, লোকাল বা দূরপাল্লার ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তির কাছ থেকে মদ উদ্ধার হয় বা তিনি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন, তবে রেলওয়ে আইন ১৯৮৯-র ১৪৫ ধারা অনুযায়ী, ৫০০ টাকা জরিমানা ও ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
বিনা টিকিটে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ:
ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ। ধরা পড়লে টিকিটের মূল্যসহ আর্থিক জরিমানা করা হতে পারে। এমনকী, পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে।
থুতু, পানের পিক, গুটখা পেললেও জরিমানা:
ট্রেন ও প্ল্যাটফর্মে যত্রতত্র থুতু, পানের পিক, গুটখা ফেলে নোংরা করলেও আর্থিক জরিমানা করা হতে পারে।
Indian Railways: ট্রেনে তো চড়েন, জানেন কোচের গায়ে থাকা ডোরাকাটা দাগের অর্থ?
Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন ভারতীয় রেলের কোচ আর বগির পার্থক্য?
Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?