‘যোগীজিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরালে আত্মহত্যা করব’, রক্তে লেখা চিঠি গেল মোদীর কাছে

‘যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলে আত্মহত্যা করবো।’ এবার ঠিক এ ভাষাতেই রক্তে লেখা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠালেন এক বিজেপি কর্মী। হ্যাঁ…

‘যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলে আত্মহত্যা করবো।’ এবার ঠিক এ ভাষাতেই রক্তে লেখা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠালেন এক বিজেপি কর্মী। হ্যাঁ ঠিকই শুনেছেন। এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রক্তাক্ত চিঠি লিখেছেন তারাবগঞ্জ বিধানসভার বিজেপি কর্মী সঞ্জয় প্রতাপ সিং ওরফে সোনু ঠাকুর। যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলে বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন তিনি। আর সেই ভিডিও ইন্টারনেটে ভাইরালও করেছেন সোনু ঠাকুর।

   

ওই বিজেপি কর্মী বলেন, ‘উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ হিসেবে গড়ে তোলার পেছনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনেক অবদান রয়েছে। তাই যোগীর মতো লোককে উত্তরপ্রদেশে ভীষণ প্রয়োজন।’ তিনি আরও বলেছেন যে যোগীজিকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ কিছু লোক দুর্নীতি করতে পারছে না।

সোনু ঠাকুরের আরও অভিযোগ, ‘কিছু মন্ত্রী ও বিধায়ক দুর্নীতির সঙ্গে জড়িত, যাঁরা যোগীজিকে পদ থেকে সরাতে চান।’ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলে তিনি বিজেপি অফিসের সামনে আত্মহত্যা করবেন এবং এর জন্য দায়ী হবেন দুর্নীতিতে জড়িত মন্ত্রী ও নেতারা।

উল্লেখ্য, আর কিছু মাসের মধ্যে দেশের বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। উত্তরপ্রদেশেও ভোট হওয়ার কথা রয়েছে। যদি বিজেপি যেতে তাহলে কি ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যোগী আদিত্যনাথকে বসানো হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ফলে আগামী দিনে ভোটের ফলাফল কী হয় এখন সেটাই দেখার।