“হিন্দুধর্মে সমতা থাকলে অস্পৃশ্যতা এল কিভাবে?” Siddaramaiah-র মন্তব্যে বিতর্ক তুঙ্গে

বেঙ্গালুরু: উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ কর্ণাটক-মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah)। বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘হিন্দুধর্মে সমতা থাকলে মানুষ ধর্ম পরিবর্তন…

"হিন্দুধর্মে সমতা থাকলে অস্পৃশ্যতা এল কিভাবে?" Siddaramaiah-র মন্তব্যে বিতর্ক তুঙ্গে

বেঙ্গালুরু: উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ কর্ণাটক-মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah)। বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘হিন্দুধর্মে সমতা থাকলে মানুষ ধর্ম পরিবর্তন করে কেন? অস্পৃশ্যতা এল কিভাবে?” সিদ্দারামাইয়ার এই মন্তব্যের পর শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।

বিজেপি (BJP) নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকের পাল্টা তোপ, “সমতার প্রসঙ্গ উঠলেই মুখ্যমন্ত্রী কেন হিন্দুধর্মকেই টার্গেট করেন? মুসলিমদেরকে সমতা নিয়ে প্রশ্ন করার ক্ষমতা আছে আপনার?” কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মতে ইসলাম, খ্রিস্টান বা যেকোনো ধর্মে অসাম্য থাকতে পারে। কিন্তু বিজেপি বা অন্য কেউ মানুষকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেনি। কিন্তু তাও মানুষ ধর্ম বদলেছে। কারণ তাঁদের অধিকার আছে ধর্ম পরিবর্তন করার”।

   

অন্যদিকে, মহিলাদের উপর মসজিদে যাওয়ার নিষেধাজ্ঞা, তিন তালাক প্রত্যাহারে বিরোধিতা এবং পহেলগাম জঙ্গি হানা নিয়ে মুসলিম ধর্মের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা আর অশোক। তিনি বলেন, “হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা খারাপ। কিন্তু জুগ জুগ ধরে বহু সমাজসংস্কারক জন্মে হিন্দু ধর্মের খারাপ দিকগুলোকে বাতিল করেছেন”।

Advertisements

“স্বামী বিবেকানন্দ, বি আর আম্বেদকর, বাসভান্নার মত মানুষেরা হিন্দু ধর্মের খারাপ দিকগুলো মুছে ফেলে ধর্মকে আরও মজবুত করেছেন। কিন্তু ইসলাম ধর্মের মৌলবাদ এবং জিহাদি মনোভাব নিয়ে কেউ কোনও প্রশ্ন করেছে? কোনও পরিবর্তন করতে পেরেছে? মুসলিমরা কোনদিনই পরিবর্তনকে সমর্থন করেনি”, বলেন অশোক।

বিধানসভার বিরোধী দলনেতা চালবাদী নারায়ণস্বামীও সিদ্দারামাইয়ার মন্তব্যের সমালোচনা করে বলেন যে তিনি জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেন, “সমতা ধর্ম থেকে আসে না, বরং ভালোবাসা, স্নেহ এবং সম্মান থেকে আসে। কোনও ধর্মই সত্যিকার অর্থে সমতা আনতে পারে না।” সেইসঙ্গে রাজ্যের জাত-জরিপের সমালোচনা করে তিনি বলেন, “শুধুমাত্র ভারত সরকারেরই এই ক্ষমতা আছে। রাজ্যসরকার জরিপ করতে পারে, কিন্তু আদমশুমারি নয়।”