Sonia Gandhi: রাম মন্দিরে গেলে সোনিয়া গান্ধীর পাপ কমবে: হিমন্ত

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি চরমে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) তীব্র ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সোনিয়া…

Sonia Gandhi: রাম মন্দিরে গেলে সোনিয়া গান্ধীর পাপ কমবে: হিমন্ত

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে রাজনীতি চরমে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) তীব্র ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সোনিয়া গান্ধী যদি অযোধ্যায় যান, তাহলে তাঁর পাপ কমে যাবে। রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠ অনুষ্ঠানে যোগ দিতে অনেক বিরোধী নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এক সাক্ষাৎকারের হিমন্ত শর্মা বলেন যে, কংগ্রেস নেতারা রাম মন্দিরের অনুষ্ঠানে যান বা না যান, সমস্ত কংগ্রেস কর্মীরা অবশ্যই যাবেন। হিমন্ত শর্মা বলেন, ‘২২ জানুয়ারির পর কংগ্রেসের হিন্দু বুথ নেতা, মণ্ডল নেতা ও তার পরিবার রাম মন্দিরে যাবেন।’ কংগ্রেস নেতারা মন্দিরে যাবেন কিনা জানতে চাইলে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস নেতারা গেলে ২ শতাংশ পাপ কমে যাবে।’

হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘদিন ধরে কংগ্রেস করলেও ২০১৫ সালে রাহুল গান্ধী ও দলীয় নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ত্যাগ করেন। বর্তমানে, হিমন্ত উত্তর পূর্ব বিজেপির সবচেয়ে বড় মুখ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

Advertisements

কংগ্রেস দল এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং দলের প্রাক্তন সভাপতি তথা রায়বরেলির সাংসদ সোনিয়া গান্ধীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে দল উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবে এবং তারপর সেই অনুযায়ী জানানো হবে।