“সমাজবাদী পার্টি, কংগ্রেসের আমলে হিন্দুদের বেছে বেছে অত্যাচার করা হয়েছে। দাঙ্গা করিয়ে হিন্দু বিহীন এলাকা বানানো হয়েছে”, নিজের চেনা ঢঙে ‘হিন্দুদের উপর অত্যাচার’-এর বর্ণনা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনবিন্যাস ‘ঠিক’ রাখা নিয়ে মোহন ভাগবতের ‘৩ টি সন্তান’ পরামর্শের পর, এবার কেউ জনবিন্যাস বদলাতে চাইলে তাঁর কি পরিণতি হবে তা-ও বাতলে দিলেন তিনি।
শুক্রবার প্রতাপগড়ের জিআইসি ময়দানের বিরাট জনসভায় ২০২৪ এর নভেম্বরে ৫০০ বছরের প্রাচীন জামা মসজিদকে কেন্দ্র করে সম্ভল দাঙ্গার রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, “বিচার বিভাগীয় কমিশনের তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে স্বাধীনতার সময় সম্ভলে যেখানে ৪৫ শতাংশ হিন্দু ছিল, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১৫ শতাংশে। বর্তমানে সেখানকার মোট জনসংখ্যার ৮৫ শতাংশই মুসলিম”। সম্ভল-দাঙ্গার ঘটনাকে সরাসরি “হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র” বলে দাবি করেন আদিত্যনাথ। এরপর কার্যত হুমকির সুরে তিনি বলেন, “এখন ডবল ইঞ্জিন সরকার। যদি কেও জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করে তাঁকে ওই রাজ্য বা এলাকা ছেড়ে পালাতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের পুরাতত্ত্ব বিভাগ জামা মসজিদের সার্ভে করতে গেলে দাঙ্গা সম্ভলের ওই অঞ্চলে দাঙ্গা বাধে। ঘটনায় চারজনের মৃত্যু এবং একাধিক আহত হয়। সেই দাঙ্গার রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার বিচার বিভাগীয় কমিশনের তিন সদস্যের একটি প্যানেল আদিত্যনাথের সঙ্গে দেখা করেন।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৯৪৭ এর পর থেকে হওয়া প্রতিটি দাঙ্গায় হিন্দুদেরকেই মুখ্য ‘টার্গেট’ করা হয়েছে বলে বিচার বিভাগীয় তদন্তের রিপোর্টে বলা হয়েছে। সম্ভলের ক্ষেত্রেও নাকি তাই হয়েছে।
অন্যদিকে, ‘হিন্দুদের উপর অত্যাচার’-এর দোহাই নিয়ে বিজেপি ধর্মীয় রাজনীতি করে বলে কটাক্ষ করে আসছে বিরোধীরা। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভাগবতের ‘জনবিন্যাস’ এবং ‘তিন সন্তান’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছেন কংগ্রেসের অজয় রাই।