ছত্তিসগড়ে আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান

ছত্তিসগড়ে আইইডি বিস্ফোরণে আহত ২ জন সিআরপিএফ জওয়ান। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুরে। আহত দুই জওয়ানকে দ্রুত স্থানীয় এক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়পুরে স্থানান্তরিত করা হবে চিকিৎসার জন্যে।

Advertisements

ছত্তিসগড় পুলিশ জানিয়েছে, “সিআরপিএফ ৮৫বিএন-এর ২ জন জওয়ান একটি প্রেশার আইইডি ব্লাস্টে আহত হয়েছেন। বিজাপুর জেলায় প্রেশার আইইডি রেখেছিল নক্সাল। প্রাথমিক চিকিৎসার পর তাদের এয়ারলিফট করে রাইয়পুরে নিয়ে যাওয়া হবে।

ঘটনাটির কথা নিশ্চিত করে বিজাপুর এসপি আনজানেয়া ভার্সনে জানিয়েছেন যে ঘটনাটি গাঙ্গালুর থানার অধীনে পড়ছে।

Advertisements

এই বছরের এপ্রিল মাসে মাওবাদীদের আইইডি ব্লাস্টে ১০ জন নিরাপত্তারক্ষী এবং একজন চালক প্রাণ হারান। ঘটনাটি ঘটে ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায়। আরানপুর থানার অধীন এলাকাতে ঘটেছিল এই ঘটনাটা। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল ফিরছিল যখন হামলাটি চালানো হয়।