ICSE ও ISC দ্বিতীয় সেমেস্টার পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড

আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। মঙ্গলবার কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই জানিয়েছে, ২৬ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। শুধু তাই নয়, এবার আর অনলাইনে নয় অফলাইনে হবে পরীক্ষা। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গিয়ে করোনা বিধিনিষেধ মেনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হবে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নভেম্বরে করোনা বিধিনিষেধ মেনে প্রথম সেমেস্টারের পরীক্ষা হয়েছিল। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবি মেনেই দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা অফ লাইনে নেওয়া হচ্ছে বলে বোর্ড জানিয়েছে। পরীক্ষার্থীরা এবার নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে।

   

এদিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিএসই পরীক্ষার ইংরেজি, বায়োলজি ও অর্থনীতির পরীক্ষা হবে এক ঘন্টা। অংক হিন্দি-সহ অন্য বিষয়গুলির জন্য সময় দেওয়া হয়েছে দেড় ঘণ্টা। দ্বাদশ শ্রেণির সব বিষয়ের জন্য অবশ্য দেড় ঘণ্টা সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রথমে পরীক্ষা অনলাইনে হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে অনেকেই অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কাউন্সিলকে অনুরোধ করে। এরপরই বোর্ড দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলে পারস্পরিক দূরত্ব বজায় রেখে বসে পরীক্ষা দিতে পারবে। 

করোনার কারণে বোর্ডের সিলেবাসেও কিছু বদল করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, চলতি বছর থেকে দুটি সেমেস্টারে সেশনকে ভাগ করা হবে। প্রতিটি সেমেস্টারের সিলেবাসের ৫০ শতাংশ করে রাখা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন