IAF: ১১৪টি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে সরকার

  আত্মনির্ভর ভারত প্রকল্পের জেরে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়তে চলেছে। মোদী সরকার ভারত প্রকল্পের আওতায় ভারতীয় বিমান বাহিনীর জন্য ১১৪ টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা…

 

আত্মনির্ভর ভারত প্রকল্পের জেরে ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বাড়তে চলেছে। মোদী সরকার ভারত প্রকল্পের আওতায় ভারতীয় বিমান বাহিনীর জন্য ১১৪ টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এর মধ্যে ৯৬টি ভারতে তৈরি হবে এবং বাকি ১৮টি বিদেশি বিক্রেতার কাছ থেকে আমদানি করা হবে বলে খবর।

   

ভারতীয় বিমান বাহিনী ‘বাই গ্লোবাল অ্যান্ড মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ১১৪টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট (এমআরএফএ) কেনার পরিকল্পনা করেছে। সূত্রের খবর, সরকার সম্প্রতি ভারতীয় বায়ুসেনা বিদেশি বিক্রেতাদের সঙ্গে বৈঠক করে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কার্যকর করার উপায় জানতে চেয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ভাবে ১৮টি বিমান আমদানির পর পরবর্তী ৩৬টি বিমান দেশের অভ্যন্তরেই তৈরি করা হবে এবং আংশিক ভাবে বিদেশি মুদ্রা ও ভারতীয় মুদ্রায় এই অর্থ প্রদান করা হবে। সূত্রের খবর, শেষ ৬০টি বিমানই হবে ভারতীয় অংশীদারের প্রধান দায়িত্ব এবং সরকার শুধুমাত্র ভারতীয় মুদ্রায় টাকা দেবে।

জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় অর্থ প্রদানের ফলে বিক্রেতারা এই প্রকল্পে ‘মেক-ইন-ইন্ডিয়া’ সামগ্রীর ৬০ শতাংশেরও বেশি সংগ্রহ করতে সহায়তা করবে। বোয়িং, লকহিড মার্টিন, সাব, মিগ, ইরকুট কর্পোরেশন এবং ডাসল্ট এভিয়েশন সহ বিশ্বব্যাপী বিমান নির্মাতারা এই দরপত্রে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।