PM Modi: ‘মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চাই’, ভোট দিয়ে বললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

প্রধানমন্ত্রী মোদীকেই (PM Modi) ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চাই। আজ, সোমবার ভোট দেওয়ার পর একথা বললেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস।…

PM-Modi

প্রধানমন্ত্রী মোদীকেই (PM Modi) ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চাই। আজ, সোমবার ভোট দেওয়ার পর একথা বললেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস। একই সঙ্গে তিনি বলেছেন, যিনি (PM Modi) রামলালাকে নিয়ে এসেছেন, আমরা তাঁকে নিয়ে আসব।

সতেন্দ্র দাস বলেন, ভোট দেওয়া সকলের অধিকার। নিজের অধিকার থেকে কখনও বঞ্চিত থাকা উচিত নয়। অধিকার প্রয়োগ না করা অত্যন্ত দুষ্কর্ম। নিজের অধিকার প্রয়োগ করা উচিত। যে পার্টি সকলের বিকাশের কথা বলে, তাদেরকেই বেছে নেওয়া উচিত জনগণের।

   

মোদী সরকারের প্রশংসা করে তিনি বলেন, এখন যে সরকার আছে, তারা দেশের বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী, বিজেপি সরকার জয়ী হোক, এটাই আমার ভাবনা। সেটা মাথায় রেখেই ভোট দিয়েছি। সবাই বলছে, যিনি রামলালাকে নিয়ে এসেছেন, আমরা তাঁকে নিয়ে আসব। 

Mamata Banerjee: বিরাট বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়! মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন কার্তিক মহারাজ

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের রায় দেয়। এর পর প্রধানমন্ত্রী স্বয়ং গোটা বিষয়টি নিয়ে উদ্যোগী হন। রামলালার মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি চলতি বছর রাম মন্দির উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ, সোমবার পঞ্চম দফায় দেশের ৬ রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোট হচ্ছে। অমেঠি, রায়বেরিলির মতো কেন্দ্রে ভোট হচ্ছে এদিন। এই ৪৯টি আসনের মধ্যে ৩২টি বিজেপির দখলে রয়েছে। একমাত্র রায়বেরিলি কংগ্রেসের ঝুলিতে রয়েছে।

Arjun Singh: ‘ভোটের আগের রাতে টাকা বিলি করেছেন তৃণমূল প্রার্থী’, বিস্ফোরক অভিযোগ অর্জুনের

পঞ্চম দফায় বিজেপি ৪০টি আসনে লড়লেও, কংগ্রেস মাত্র ১৮টি আসনে লড়ছে। বাকিগুলিতে লড়ছে জোটসঙ্গীরা। সবচেয়ে কম আসনে ভোটগ্রহণ হচ্ছে পঞ্চম দফায়। ৪৯টি আসনে ভোটে লড়ছেন মোট ৬৯৫ জন প্রার্থী, এর মধ্যে ৮২ জন মহিলা।

এই দফার নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন – কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে লড়ছেন। বিজেপির স্মৃতি ইরানি লড়ছেন অমেঠি থেকে। উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।

Ebrahim Raisi: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

মুম্বই উত্তর কেন্দ্র থেকে লড়ছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল। জম্মু-কাশ্মীরের বারামুল্লা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমর আবদুল্লা। আরজেডির রোহিণী আচার্য লড়ছেন সরণ থেকে।