নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সহ বিশ্বের ৭ টি যুদ্ধ থামানোর দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই নিয়ে যে কতবার তিনি বাণিজ্য বন্ধের হুঁশিয়ারির মাধ্যমে ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর দাবি করলেন, তার ইয়ত্তা নেই। পাকিস্তানের DGMO-র ফোনের পরেই যুদ্ধ বন্ধ করেছে বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তাতে কর্ণপাত করতেই নারাজ।
শনিবার আমেরিকার কর্নারস্টোন ইন্সটিটিউটের সান্ধ্যভোজনে ট্রাম্প বলেন, “বিশ্বের একাধিক দেশে একের পর এক যুদ্ধ থামিয়ে শান্তি-চুক্তি করাচ্ছে আমেরিকা।” এদিনও তিনি ফের বলেন, “আমি ব্যবসার মাধ্যমে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। এছাড়াও, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া সহ রাওন্ডা এবং কঙ্গের যুদ্ধও আমেরিকার মধ্যস্থতায় বন্ধ হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এরপরেই তিনি বলেন, “আমি যদি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারি, তাহলে আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিৎ”। এছাড়াও বাকি ৭ টি যুদ্ধ থামানোর জন্য আরও ৭ টি নোবেল পাওয়া উচিৎ বলে দাবি করেন ট্রাম্প। বিশ্বের এই ৭ টি দেশের যুদ্ধের ৬০ শতাংশই বাণিজ্যের মাধ্যমে বন্ধ করেছেন বলে দাবি করেন তিনি।
বলা বাহুল্য, ২২ এপ্রিল পহেলগামে নৃশংস জঙ্গি হামলার পর ৭ মে অপারেশন সিঁদুর (Operation Sindoor) লঞ্চ করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের বিদেশ সচিব জানান, পাকিস্তানের DGMO ফোন করে যুদ্ধ থামানোর আর্জি জানানয় ১০ মে দুই দেশের ঘাত-প্রতিঘাত বন্ধ হয়। এরপর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানের নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠায় ভারত।
এই ঘটনার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে দুটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের যুদ্ধ বন্ধ করেছেন তিনি। কিন্তু ‘বন্ধু’ ট্রাম্পের অসংখ্যবার এই দাবি সত্ত্বেও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষও অব্যাহত রয়েছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
