নয়াদিল্লি: নরেন্দ্র মোদী এবং তার স্বর্গীয় মা-কে নিয়ে বিহার কংগ্রেসের তৈরি AI ভিডিও নিয়ে শুক্রবার বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে। এবার কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। “আমি এবার মহত্মা গান্ধী এবং মাউন্ট ব্যাটেনকে নিয়ে AI ভিডিও বানালে তখন কি করবেন?” বলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
দ্বারভাঙ্গা জেলায় ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রীর মা-কে নিয়ে কুকথার অভিযোগের পর এবার বিহার কংগ্রেসের শেয়ার করা ভিডিওতেও প্রধানমন্ত্রীর মা-কে অপমান করা হয়েছে বলে তোপ দেগেছে বিজেপি।
বিহার কংগ্রেসের ভিডিও
শুক্রবার বিহার কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি এআই দ্বারা নির্মিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সদৃশ AI চরিত্র দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে বলছেন, “আজকের মত ভোট চুরি শেষ। এবার নিশ্চিন্তে ঘুমনো যাক।” এরপর ঘুমের মধ্যে স্বপ্নে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন সদৃশ এক মহিলা যিনি ছেলেকে নীচু স্তরের রাজনীতি করার জন্য শাসন করছেন। হীরাবেন সদৃশ ওই চরিত্রটিকে বলতে দেখা যাচ্ছে, “ভোটের জন্য মায়ের নাম ব্যবহার করছ! রাজনীতির জন্য আর কতটা নীচে নামবে?”
এই নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স-এ লেখেন, “বিহার কংগ্রেস আজ সব সীমা ছাড়িয়ে গেল। প্রয়াত এক মহিলাকে নিয়ে এমন কটাক্ষ জঘন্য ছাড়া কিছু নয়। এ শুধু প্রধানমন্ত্রী নয়, মহিলাদের ও মাতৃত্বশক্তিরও অপমান।”
গিরিরাজ সিং-এর পাল্টা তোপ
“খুবই দুঃখজনক ঘটনা। আরজেডি এবং কংগ্রেসের মত দুটো প্রতারক দল প্রধানমন্ত্রীর মাকে ঘোরতর অপমান করেছে।” আমি চ্যালেঞ্জ করছি, এবার আমি মহত্মা গান্ধী এবং মাউন্ট ব্যাটেনকে নিয়ে AI ভিডিও বানালে তখন কি করবেন?” বলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন গিরিরাজ সিং