“নেমকহারাম-দের ভোট চাই না”! কাদের উদ্দেশ্যে বললেন বিজেপি মন্ত্রী?

পাটনা: বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে বিরোধী জোটের পাশাপাশি ‘মুসলিম’ সম্প্রদায়কে তোপ দাগলেন কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। রবিবার আরওয়ালের জনসভায় এক মুসলিম (Muslim) ব্যক্তির সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করেন তিনি।

Advertisements

গিরিরাজ বলেন, “আমি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছিলাম, আয়ুষ্মান কার্ড পেয়েছেন? উনি বললেন হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম আপনার এলাকায় কি হিন্দু মুসলিম সমস্যা রয়েছে? উনি বললেন না, সব ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম আমাকে ভোট দিয়েছেন? উনি বললেন হ্যাঁ। এরপর আমি জিজ্ঞেস করি, ভগবানের নাম করে আমাকে ভোট দিয়েছেন? উনি বলেন না। আমি জিজ্ঞেস করি নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন? উনি বলেন না। আমি তখন তাঁকে জিজ্ঞেস করি, আমরা কি আপনাদের আঘাত করেছি? উনি বলেন না।”

এই কথোপকথন উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্ন তোলেন, “তাহলে আমার দোষ কোথায় হল বলুন? এই কারণেই আমি নেমকহারামদের ভোট চাই না”।

গিরিরাজের নিন্দায় সরব বিরোধীরা

Advertisements

কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীর এই ‘সাম্প্রদায়িক’ মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পুনেরার নির্দল সাংসদ পাপ্পু যাদব (Pappu Yadav)। তিনি বলেন, “ভাষার সীমা হারিয়ে ফেলেছেন গিরিরাজ সিং। সবাই জানে কারা আসলে নেমকহারামি করে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল। গিরিরাজের আগে ইতিহাস মনে করা উচিৎ”।

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন শিবসেনা উদ্ভব শিবিরের নেতা সঞ্জয় রাউত (Sanjay Rawat)। তিনি বলেন, “কেউ ভোট না দিলেই সে নেমকহারাম?” তিনি আরও বলেন, “মুসলিমরা কেন্দ্রীয় সরকারের স্কিমের দ্বারা উপকৃত হওয়া সত্ত্বেও বিজেপিকে ভোট দেয় না বলে দাবী করেছেন গিরিরাজ সিং। কিন্তু এটা মিথ্যে। ২০১৪ সালে বিপুল সংখ্যক মুসলিম বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল”।