হায়দরাবাদ: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের (Gunman) নিশানায় ভারতীয়রা। শুক্রবার রাতে আমেরিকার (America) দালাসের একটি পেট্রোল পাম্পে বন্দুকবাজের গুলিতে চন্দ্রশেখর পোলে (২৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। হায়দরাবাদে দন্ত চিকিৎসার পড়াশুনো শেষ করে উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন পোলে।
৬ মাস আগে স্নাতকোত্তরের পড়া শেষ করে স্থায়ী চাকরির সন্ধানের পাশাপাশি দালাসের ওই পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশনে পার্ট টাইম কাজ করতেন চন্দ্রশেখর পোলে। বন্দুকবাজকে এখনও চিহ্নিত করা যায়নি বলে জানা গিয়েছে। এদিকে, যুবকের হায়দরাবাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
চন্দ্রশেখরের দেহ দেশে ফেরাতে সরকারের সাহায্য চেয়েছে তাঁর পরিবার। অন্যদিকে, শনিবার বিআরএস (BRS) বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও আজ হায়দ্রাবাদে ছাত্রটির বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেছেন।এটিকে একটি “দুঃখজনক” ঘটনা বলে অভিহিত করে, তিনি পোলের মৃতদেহ তার শহরে ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার সমাজমাধ্যমের একটি পোস্টে রাও লেখেন, “নিজেদের সন্তানকে উচ্চশিক্ষা ও সুপ্রতিষ্ঠিত হওয়ার আশায় পরিবারটি তাঁকে আমেরিকা পাঠিয়েছিল। বর্তমানে পরিবারটি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তা সত্যিই হৃদয়বিদারক। আমরা, বিআরএস (BRS)-এর পক্ষ থেকে, রাজ্য সরকারকে উদ্যোগ নেওয়ার এবং যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রশেখরের মরদেহ তার নিজ শহরে ফিরিয়ে আনার জন্য আর্জি দাবি জানাচ্ছি।”