সম্পত্তি নিয়ে বিবাদ! শিল্পপতি দাদুকে ৭০ বার কুপিয়ে খুন করলেন আমেরিকা-ফেরত নাতি

হায়দরাবাদ: সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তির জের৷ শিল্পপতি দাদুকে ধারালো অস্ত্র দিয়ে ৭০ বার কুপিয়ে খুন করল বিলেন ফেরত নাতি। ছেলেকে বাধা দিতে গিয়ে, আহত হলেন…

হায়দরাবাদ: সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তির জের৷ শিল্পপতি দাদুকে ধারালো অস্ত্র দিয়ে ৭০ বার কুপিয়ে খুন করল বিলেন ফেরত নাতি। ছেলেকে বাধা দিতে গিয়ে, আহত হলেন মা৷ মা-কেও কোপানোর অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে৷ অভিযুক্ত নাতিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে দক্ষিণের এই শহরে। পুলিশ জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি রাতে খুন হন হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও (৮৫)। সেই সময় নিজের বাড়িতেই ছিলেন তিনি৷ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে৷ জনার্দন রাওকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তাঁর বৌমা তথা অভিযুক্তের মা৷ এই ঘটনার পরই অভিযুক্ত নাতি কীর্তি তেজাকে গ্রেফতার করে পুলিশ৷ 

   

পড়াশোনার সূত্রে আমেরিকায় গিয়েছিলেন তেজা৷ সদ্যই দেশে ফেরেন তিনি৷  বৃহস্পতিবার মাকে সঙ্গে নিয়ে দাদুর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তেজা।  সেখানেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে তেজা এবং দাদু জনার্দনের মধ্যে উত্তপ্ত বাক্যালাপ শুরু হয়। সেই সময়ই ছুরি বার করে দাদুকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন তেজা। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ শিল্পপতির৷ 

জানা গিয়েছে, আগে থেকেঅ দাদুর প্রতি তাঁর ক্ষোভ জমা ছিল। কিন্তু, এতদিন কোনও ভাবে তা প্রকাশ্যে আসেনি। পুলিশি জেরায় তেজা নিজের অপরাধ কবুল করে নিয়েছেন৷ তেজার দাবি, ছোটবেলা থেকেই তিনি দাদুর কাছে সবচেয়ে কম ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি দাদু তাঁকে নিজের সম্পত্তির ভাগ দিতেও অস্বীকার করেন৷ যা তাঁর রাগকে সপ্তমে তোলে৷ আত্মনিয়ন্ত্রণ হারিয়ে দাদুকে খুন করেন। শুক্রবার ওই অশীতিপর শিল্পপতির মৃত্যুর পরই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই শনিবার গ্রেফতার হন তেজা৷