হায়দরাবাদ: দেশজুড়ে নিরাপত্তা আঁটসাঁট। এর মধ্যেই হায়দরাবাদে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক বানচাল করল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে চালানো অভিযানে ধরা পড়েছে দুই জঙ্গি-ভিজিয়ানাগরামের বাসিন্দা সিরাজ এবং হায়দরাবাদের সামির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদে একটি ‘ডামি বিস্ফোরণ’ ঘটানোর ছক কষছিল ধৃতরা। উদ্দেশ্য ছিল, শহরে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যতের জন্য জঙ্গি হামলার রিহার্সাল চালানো। এই গোটা পরিকল্পনার নেপথ্যে ছিল সৌদি আরব-ভিত্তিক একটি আইএসআইএস মডিউল। তারাই ওই দুই যুবককে নির্দেশ দিচ্ছিল বলে অভিযোগ।
ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ Hyderabad Terror Plot Foiled
সিরাজ নাকি ইতিমধ্যেই ভিজিয়ানাগরাম থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোয়েন্দারা জানাচ্ছেন, আরও কেউ এর সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে লস্কর-ই-তইবার জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সেই হামলায় পাক নাগরিকরাও জড়িত ছিল। হামলার পর এখনও ধরা যায়নি আততায়ীদের।
রাজ্য জুড়ে তল্লাশি Hyderabad Terror Plot Foiled
এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে চলছে তল্লাশি। এদিকে শুক্রবার জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) পাঞ্জাবের ১৫টি জায়গায় হানা দেয়। লক্ষ্য ছিল গ্যাংস্টার হ্যাপি পাসিয়ান, যার যোগ রয়েছে পাকিস্তান-ঘনিষ্ঠ খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিণ্ডার সঙ্গে। গত বছর ডিসেম্বর মাসে গুরদাসপুরের একটি থানায় গ্রেনেড হামলার ঘটনায় এই তল্লাশি চালানো হয়।
সব মিলিয়ে দেশের ভিতরে ঢুকে পড়তে চাইছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। আর তাতেই উদ্বিগ্ন গোয়েন্দা সংস্থাগুলি। তবে প্রশাসনের তৎপরতায় আপাতত রোখা গেল হায়দরাবাদে সম্ভাব্য এক ভয়াবহ জঙ্গি হামলা।
Bharat: Telangana and Andhra Pradesh police foil a major terrorist attack plot in Hyderabad. Two arrested, linked to Saudi-based ISIS module, planned dummy explosion. Security tightened nationwide.