শেয়ার বাজারে স্ত্রীর দেনা থাকলে মেটানোর দায় স্বামীরই, রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: শেয়ার বাজারে স্ত্রীর যদি কোনও দেনা থেকে থাকে, তাহলে তা মেটানোর দায়িত্ব স্বামীর উপরই বর্তাবে। এর জন্য কোনও লিখিত চুক্তির প্রয়োজন নেই৷ মৌখিক চুক্তিই…

Supreme Court Directs Calcutta HC to Hear RG Kar Case Filed by Abhaya Family

short-samachar

নয়াদিল্লি: শেয়ার বাজারে স্ত্রীর যদি কোনও দেনা থেকে থাকে, তাহলে তা মেটানোর দায়িত্ব স্বামীর উপরই বর্তাবে। এর জন্য কোনও লিখিত চুক্তির প্রয়োজন নেই৷ মৌখিক চুক্তিই যথেষ্ট। একটি মামলার রায় ঘোষণার সময় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।

   

শীর্ষ আদালতে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি সন্দীপ মেটার বেঞ্চে একটি মামলার প্রেক্ষিতে এই রায়৷ যেখানে স্বামী-স্ত্রী দু’জনেই শেয়ার বাজারের কারবারি৷ কিন্তু শেয়ার মার্কেটে কিছু ঋণ হয়ে যায় স্ত্রীর। কিন্তু আর্বিট্রাল ট্রাইব্যুনাল ‘স্টক ব্রোকার’ ওই দম্পতিকে ঋণী হিসাবে দেখায়। যার জেরে মামলা গড়ায় আদালতে।

সোমবার ছিল সংশ্লিষ্ট মামলার শুনানি৷ দুই পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি নরসিংহ এবং বিচারপতি মেটার পর্যবেক্ষণ, শেয়ার বাজারে স্ত্রীর দেনা হলে মৌখিক চুক্তির ভিত্তিতে তাঁদের যৌথ ভাবে কিংবা একক ভাবে দায়ী করা যেতে পারে। ট্রাইব্যুনাল চাইলে স্বামীর উপর এক্তিয়ার প্রয়োগ করতেই পারে। এমনই রায় শীর্ষ আদালতের৷ এদিন রায় ঘোষণার আগে বম্বে স্টক এক্সচেঞ্জের ১৯৪৭ সালের একটি আইনের ধারা কথাও উল্লেখ করেন দুই বিচারপতি।

 সূত্রের খবর, আদালতে প্রথমে মামলাটি করেছিলেন স্টক ব্রোকার স্বামী৷ তাঁর এবং তাঁর স্ত্রীর আলাদা ‘ট্রেডিং অ্যাকাউন্ট’ ছিল। তাঁরা মৌখিক আলোচনার ভিত্তিতেই যৌথ ভাবে দু’টি অ্যাকাউন্ট চালাতেন। শেয়ার বাজারে স্ত্রী ক্ষতির মুখ দেখলে, টাকা কেটে নেওয়া হয় স্বামীর অ্যাকাউন্ট থেকে৷ পরে তাঁদের ডেবিট ব্যালেন্স বৃদ্ধি পায়। স্বামী ট্রাইব্যুনালের দ্বারস্থ হলে তাঁকে বলা হয় এই দায় দু’জনেরই। ঋণের বোঝাও দু’জনেরই। স্টক ব্রোকার সালিশির মাধ্যমেও সুরাহা হয়নি৷ সেখানেও ঋণের জন্য উভয় পক্ষকেই দায়ী করে। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি৷ কিন্তু, শুনানি শেষে ট্রাইবুনালের পক্ষেই রায় দেয় সুপ্রিম কোর্ট৷