বিংশ শতাব্দীতে এ যেন ভয়ানক কাণ্ড! যে সমাজে দিনের পর দিন স্ত্রীদের ওপর অত্যাচারের খবর পাওয়া যায় সেখানে এক স্বামীর ওপর এক স্ত্রীর অকথ্য অত্যাচারের খবর পাওয়া গেল।ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বিজনৌরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, স্ত্রী প্রতি রাতে সিগারেটের ছ্যাঁকা দিতে স্বামীর যৌনাঙ্গে। শুধু তাই নয়, খাটের সঙ্গে স্বামীর হাত পা চেন দিয়ে বেঁধে চালাত পাশবিক অত্যাচার। শারীরিক অত্যাচারের পাশপাশি মানসিক অত্যাচারেও অভিযোগ পাওয়া গিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরই স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন স্ত্রী। পরিবারের সদস্যরাও ভেবেছিলেন যে আলাদা সংসারে হয়তো সুখে-শান্তিতে থাকবে স্বামী-স্ত্রী। তিনি ওই অভিযুক্ত মহিলার ছিল অন্য মতলব। পুলিশের হাতে যে সিসিটিভি ফুটেজ এসেছে, তাতে দেখা গিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর বুকের উপরে বসে, তাঁর গলা টিপে ধরেছেন। সিগারেট দিয়ে ছ্যাঁকা দিতেও দেখা যায়। এখানেই শেষ নয় ওই অভিযুক্ত তার স্বামীকে নেশার জিনিস খাইয়ে যৌন নির্যাতনও করতেন বলে অভিযোগ।
ইতিমধ্যেই ওই ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্যাতন, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করেন গত ৫ মে। ওই ব্যক্তির এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মহিলাকে। ইতিমধ্যেই পুলিশের হাতে সিসিটিভি ফুটেজও এসেছে, যেখানে ওই মহিলাকে শারীরিক নির্যাতন করতে দেখা গিয়েছে।