৫০০-১০০০ টাকার পুরোনো নোট উদ্ধার ঘটনায় নড়েচড়ে বসল তদন্তকারী সংস্থা

Huge Haul of Defunct ₹500–₹1000 Notes Leads to Major Investigation
Huge Haul of Defunct ₹500–₹1000 Notes Leads to Major Investigation

ডিমনিটাইজেশনের আট বছর পরও দেশজুড়ে মাঝে মধ্যেই পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসে। তবে দিল্লিতে সম্প্রতি যে বিপুল অঙ্কের বাতিল নোট উদ্ধার হয়েছে, তা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে তদন্তকারী সংস্থাগুলির মধ্যে। রাজধানীর একাধিক স্থানে ছাপা অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকার পুরোনো নোট। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যৌথভাবে গোপন সূত্র থেকে খবর পায় যে, পুরোনো নোটের একটি বড় মজুত শহরের একটি ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছে। বহুদিন ধরেই সন্দেহ ছিল যে বাতিল নোটকে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তিরা অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের চেষ্টা চালাচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই একটি বিশেষ অভিযান চালানো হয়।

   

বুধবার রাত থেকে শুরু হওয়া টানা অভিযান শেষে একাধিক ব্যাগ, সিন্দুক এবং বাক্সের ভিতর থেকে উদ্ধার করা হয় স্তুপের পর স্তুপ পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট। নোটগুলি বিভিন্ন বছর ও সিরিজের, যা দেখে তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন—এটি কোনও সংগঠিত চক্রের কাজ। অভিযানটি পরিচালনা করা এক পুলিশ আধিকারিক জানান, বাড়িটির মালিক দীর্ঘদিন ধরে বাইরে থাকতেন এবং ভাড়াটিয়া হিসেবে যাঁরা ছিলেন, তাঁদেরই সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য সামনে আসে। নজরদারিতে দেখা যায়, ওই বাড়িতে প্রায়ই বড় বড় প্যাকেট আনা-নেওয়া হচ্ছে। এরপরই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত অফিসাররা জানান, বাড়ির দুটি ঘরের মেঝে এবং আলমারির ভিতর লুকানো অবস্থায় পুরোনো নোটগুলি রাখা ছিল। সংখ্যায় এত বেশি যে গণনা করতে বিশেষ যন্ত্র আনতে হয়েছে। সমস্ত মিলিয়ে মোট উদ্ধারের পরিমাণ দাঁড়ায় ৩.৫ কোটি টাকার বেশি।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন